কলকাতা, 8 ফেব্রুয়ারি: পাঁচ নম্বর এসএন ব্যানার্জি রোডের কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের আদলেই বইমেলায় তৈরি করা হয়েছে কলকাতা পৌরনিগমের স্টল (KMC Stall in Kolkata International Book Fair 2023)। সামনে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর ও শতবর্ষে সত্যজিৎ রায়ের দু'টি বিশেষ সংখ্যার কাট আউট । আর সেই স্টলে ক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো । মূলত পুরনো কলকাতার ইতিহাস জানার ইচ্ছে নিয়েই পৌরনিগমের স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । কিনছেন সেকালের কলকাতার বইগুলো ।
বেশ বড় আগেকার দিনের পিচবোর্ডের কভার পাতলা বই যাকে ঘিরে বেশ কৌতুহল দেখা যাচ্ছে ক্রেতাদের । এই বই আসলে পুরনো কলকাতার মানচিত্র । পত্তনকালে কলকাতা কেমন ছিল, পরবর্তী সময় কলকাতার চিত্রটাই বা কেমন হল সবটাই এতে আছে । মহানগরে কতগুলো বড় রাস্তা আছে বা অলিগলি কতগুলো, নাম-সহ বিস্তারিত পাবেন এই স্টলের বইতে । কলকাতা জুড়ে শতশত বর্ষ পুরনো বিভিন্ন ধর্মের উপাসনালয় আছে । হিন্দু বা মুসলমান ছাড়াও পার্সি, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন-সহ নানা ধর্মাবলম্বীদের উপাসনালয় কোথায় কোথায় আছে তার পুঙ্খানুপুঙ্খ নথি আছে 'কলকাতার উপাসনালয়' নামক বইতে । যা পাওয়া যাচ্ছে পৌরনিগমের স্টলে ।
আরও পড়ুন :সুলেখার স্টলে স্মৃতিমেদুর বইপাগল বাঙালি !