পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Book Fair 2023: পুরনো কলকাতাকে জানার আগ্রহ ! বইমেলায় ভিড় বাড়ছে পৌরনিগমের স্টলে

আগের কলকাতা কেমন ছিল তা কে না জানতে চায় ? সেই কৌতুহলেই বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন কলকাতা পৌরনিগমের স্টলে (Kolkata Municipal Corporation)৷ কিন্তু এমন কী আছে এই স্টলে ?

Etv Bharat
কলকাতা বইমেলায় পৌরনিগমের স্টল

By

Published : Feb 8, 2023, 10:23 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: পাঁচ নম্বর এসএন ব্যানার্জি রোডের কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের আদলেই বইমেলায় তৈরি করা হয়েছে কলকাতা পৌরনিগমের স্টল (KMC Stall in Kolkata International Book Fair 2023)। সামনে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর ও শতবর্ষে সত্যজিৎ রায়ের দু'টি বিশেষ সংখ্যার কাট আউট । আর সেই স্টলে ক্রেতাদের সমাগম চোখে পড়ার মতো । মূলত পুরনো কলকাতার ইতিহাস জানার ইচ্ছে নিয়েই পৌরনিগমের স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতারা । কিনছেন সেকালের কলকাতার বইগুলো ।

বেশ বড় আগেকার দিনের পিচবোর্ডের কভার পাতলা বই যাকে ঘিরে বেশ কৌতুহল দেখা যাচ্ছে ক্রেতাদের । এই বই আসলে পুরনো কলকাতার মানচিত্র । পত্তনকালে কলকাতা কেমন ছিল, পরবর্তী সময় কলকাতার চিত্রটাই বা কেমন হল সবটাই এতে আছে । মহানগরে কতগুলো বড় রাস্তা আছে বা অলিগলি কতগুলো, নাম-সহ বিস্তারিত পাবেন এই স্টলের বইতে । কলকাতা জুড়ে শতশত বর্ষ পুরনো বিভিন্ন ধর্মের উপাসনালয় আছে । হিন্দু বা মুসলমান ছাড়াও পার্সি, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন-সহ নানা ধর্মাবলম্বীদের উপাসনালয় কোথায় কোথায় আছে তার পুঙ্খানুপুঙ্খ নথি আছে 'কলকাতার উপাসনালয়' নামক বইতে । যা পাওয়া যাচ্ছে পৌরনিগমের স্টলে ।

আরও পড়ুন :সুলেখার স্টলে স্মৃতিমেদুর বইপাগল বাঙালি !

আছে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে লেখা একাধিক তথ্য সম্বলিত বই । এছাড়াও ভালোই বিকোচ্ছে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতা কর্পোরেশনের প্রকাশনা সংস্থা পুরশ্রী বিশেষ প্রকাশিত সংখ্যা 'শতবর্ষে সত্যজিৎ' । অন্য দিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর উপলক্ষেও রয়েছে বিশেষ সংখ্যা । তবে পুরনো কলকাতার ইতিহাস বর্ণিত বই নেওয়ার দিকেই সব থেকে বেশি ঝোঁক দেখা যাচ্ছে স্টলে আসা বইপ্রেমীদের ।

মেলা চলবে আরও বেশ কয়েকদিন । তার মধ্যেই লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে এই স্টলে । এর মধ্যেই বইমেলায় উদ্বোধন হয়েছে কলকাতা পৌরনিগমের পত্রিকা পুরশ্রীর বিশেষ সংখ্যা । মেলা প্রাঙ্গণে এসবিআই অডিটোরিয়ামে মেয়র ফিরহাদ হাকিম, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু শেখর দে এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন হয় এই পুরশ্রীর বিশেষ সংখ্যার । এই বইতে বিশিষ্ট সাহিত্যিকের লেখা রয়েছে । আছে জয় গোস্বামী, বারিদবরণ ঘোষ ও সুদেষ্ণা রায়-সহ বিভিন্ন বিশিষ্ট লেখক-লেখিকার লেখা ।

আরও পড়ুন :খেলার মাঠের বাইরের গল্প শোনাতে বইমেলাতে ক্রীড়া সাংবাদিকরাও

ABOUT THE AUTHOR

...view details