পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগে শেষ রবিবার, বৃষ্টি উপেক্ষা করে চলল কেনাকাটা - crowd in Gariahat

পুজোর আগে শেষ রবিবারে কেনাকাটায় ব্যস্ত কলকাতার মানুষ ৷ বৃষ্টিকে পরোয়া না করেই গড়িয়াহাটে ভিড় জমান ক্রেতারা ৷ বৃষ্টির জন্য প্রথমে আশঙ্কা থাকলেও পরে ভিড় বাড়ায় খুশি বিক্রেতারা ৷

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

By

Published : Sep 29, 2019, 11:26 PM IST

Updated : Sep 30, 2019, 12:07 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : পুজোর আগে আজ শেষ রবিবার । শেষ মুহূর্তে কেনাকাটা করতে মানুষ ভিড় জমান গড়িয়াহাটে । আজ সকাল থেকেই ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন, বৃষ্টির জন্য হয়ত রবিবারের ব্যবসাটাই হবে না । কিন্তু বৃষ্টির মধ্যেও ক্রেতারা আসতে থাকেন ৷ আর বৃষ্টি বন্ধ হতেই ভিড় বাড়তে থাকে ৷

কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় । আজ সকালেও মুষলধারে বৃষ্টি হয় । সব মিলিয়ে কেমন বিক্রি হচ্ছে? শাড়ি বিক্রেতা অশ্বিনী পাত্র বলেন, "বিক্রি ভালো হচ্ছে । বৃষ্টিতে একটু ডাউন আছে রবিবারের বাজার । কিন্তু, সেল আমাদের ঠিক হয়ে যাচ্ছে ।" আর একজন শাড়ি বিক্রেতা শম্ভু সাহা বলেন, "মোটামুটি বিক্রি হচ্ছে । সকালে যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বাজারটা হবে না । এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে ।"

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

ব্যবসায়ীদের বক্তব্য, শুধু বৃষ্টির কারণে নয় । এই বছর বাজারই মন্দা যাচ্ছে । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজোর আগের এই শেষ রবিবারে গড়িয়াহাটে ভিড় করেছেন ক্রেতারা । তবে, শেষ রবিবার হলেও অনেকের কাছেই আজ শেষ কেনাকাটার দিন নয় ‌। রুবি থেকে আসা পৌলমী মহত্ব‍ বলেন, "আমাদের তো পঞ্চমী পর্যন্ত চলতে থাকবে । যতদিন না পুজো পুরোপুরি আসে ততদিন চলতে থাকে । বৃষ্টিতে কোনও অসুবিধা নেই । আমাদের কলকাতার বাসিন্দাদের বৃষ্টির মধ্যেও শপিং চলতে থাকবে । আজ সারাদিনের প্ল্যান । তারপরে খেয়েদেয়ে একেবারে রাতে বাড়ি ফিরব ।" টালিগঞ্জ থেকে আসা রিঙ্কু সিং বলেন, "না এখনও বাকি আছে । বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে । কিন্তু, কী করব । কিনতে তো হবে বাচ্চাগুলোর জন্য । আবার অন্যদিন আসব । যতক্ষণ পুজো চলবে ততক্ষণ কিনতেই হবে ।" যোধপুর পার্ক থেকে আসা অনুষা বলেন, "ভালোই চলছে । গড়িয়াহাট বেশ জমজমাট । শেষ শপিং চলছে‌ । আরও কিছু কেনাকাটা বাকি আছে । বৃষ্টি তো চলছে । কিন্তু, কেনাকাটা তো কমছে না ।"

দেখুন ভিডিয়ো

আবার অনেকেই আজ কেনাকাটা শেষ করার টার্গেট নিয়েছেন । বৃষ্টি হলেও কেনাকাটা চলবে বলেও জানাচ্ছেন তাঁরা । আজকেই কি শেষ কেনাকাটা? সায়নী বলেন "একদমই তাই । মহালয়া শেষ, কেনাকাটা শেষ ।" বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে না? সায়নী বলেন, "অবশ্যই । বেরোনোর আগেই বৃষ্টি । ফেঁসে গেছিলাম দুই ঘণ্টার মতো । তারপরে বেরোলাম । পুজো সামনে । কেনাকাটা মিস করা যাবে না। " মায়া মোদক বলেন, "আজ রবিবার আমার ছুটি । তাই আজ কেনাকাটা শুরু হল । বাবা এসেছেন বাইরে থেকে‌ । আবার যেদিন ছুটি পাব আবার সেদিন চলে আসব । আজ পুরো শপিং করতে হবে যতো রাতই হোক । বাবা বাইরে থেকে এসেছেন । তাঁর হাতে দিয়ে সবার জন্য জিনিস কিনে পাঠিয়ে দিতে হবে ।" দমথম ক‍্যান্টনমেন্ট থেকে আসা রিনি বসু বলেন, "সবই কেনা হয়ে গেছে । যেগুলো বাকি ছিল সেগুলো গড়িয়াহাট থেকে টুকটুক করে কিনে নিলাম । সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আসতে পারব না । বেলা বাড়তে দেখলাম বৃষ্টি কমে গেছে । বৃষ্টি হলেও চেষ্টা করতাম দুপুরের দিকে বেরোতে ।"

Last Updated : Sep 30, 2019, 12:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details