কলকাতা, 16 জানুয়ারি: 12 বছর বাদে আবার সুন্দরবনের জঙ্গলে হতে চলেছে কুমির শুমারি । শেষবার 2012 সালে এই শুমারি হয়েছিল । সেবার বঙ্গোপসাগরের বিভিন্ন খাড়ি-খাল-বিল মিলে 99টি নোনা জলের কুমির পাওয়া গিয়েছিল । তারপর থেকে আর এই কুমির শুমারি হয়নি । এবার 18 ও 19 জানুয়ারি এই শুমারি অনুষ্ঠিত হবে । মূলত একাধিক ছোট ছোট দলে বিভক্ত হয়ে কুমিরের খোঁজ করা হবে এই দু'দিন । তবে এই কুমির গোনার সঙ্গে যেহেতু একটা আবহাওয়ার যোগ রয়েছে । আবহাওয়া প্রতিকূল হলে শুমারির জন্য পরিদর্শনের দিন বাড়তে পারে বলে খবর ।
এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় জানান, মূলত কুমির শুমারির কথা মাথায় রেখে সুন্দরবনকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে । প্রত্যেক সেক্টরেই 8-10 জনের একটি দল তৈরি করে কুমির গণনার কাজ করা হবে । ছোট বড় নৌকা লঞ্চ নিয়ে এই দল সুন্দরবনের বিভিন্ন নদী-খাল-খাড়ির মধ্যে যাবে । প্রত্যেক দলেরই একজন করে স্পটার থাকবেন । স্থানীয় নাগরিকদের সাহায্য নিয়েই এই কুমির শুমারির কাজ করা হবে ।