কলকাতা, 1 ডিসেম্বর: বিনোদন দুনিয়ার লোকজন যে শুধুই অভিনয় কিংবা গানের খবর রাখেন, তা কিন্তু নয় ৷ তাঁরা সমানে সমানে খবর রাখেন খেলারও ৷ ক্রিকেট (Cricket), ফুটবলের (Football) বিশ্বকাপ হোক বা ডার্বি তাতে সমান উন্মাদনা প্রায় সকলের মনেই কাজ করে। এছাড়াও তাঁরা সকলেই খেলাধুলো নিয়ে যে অবগত তা সোশাল মিডিয়ায় (Social Media) প্রায়ই দেখা যায় ৷ আর তাই বিনোদন দুনিয়ার মানুষদের মধ্যে খেলোয়াড় সত্ত্বা বাঁচিয়ে রাখতে এক দারুণ উদ্যোগ নিয়েছে 'ম্যাশিনো এন্টারটেইনার্স ক্রিকেট লিগ'।
শহরের বুকে দু'দিনের একটি ক্রিকেট কার্নিভ্যালের (Cricket Match of Singer and Musician) আয়োজন করল ম্যাশিনো এন্টারটেইনার্স ৷ আর তা শেষ হল গতকালই । টুর্নামেন্টে অংশ নিয়েছিল ছ'টি দল। অভিনেতাদের দু'টি টিম, গায়ক ও সুরকারদের দু'টি টিম, আর জে'দের একটি টিম এবং প্রধান পৃষ্ঠপোষক 'ম্যাশিনো টেকনো'র একটি টিম। প্রতিটি দলে একজন মহিলা খেলোয়াড় ছিলেন। আর এটাই ছিল এই টুর্নামেন্টের মূল আকর্ষণ। এমনকী কার্নিভ্যালে অংশগ্রহণকারী মহিলা খেলোয়াড়রদের সঙ্গে পাল্লা দিয়ে বেশ আক্রমণাত্মক মনোভাবেই খেলেন।