কলকাতা, 4 ডিয়েম্বর : ফাঁকা ইডেনে হাততালির ঝড়। বেঙ্গল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গল। কোরোনা আবহে ক্রিকেটকে বাইশ গজে ফিরিয়ে নিয়ে আসতেই ছয় দলীয় টুর্নামেন্টের আয়োজন। ফাঁকা গ্যালারিতে স্বাস্থ্যবিধি মেনে চলছে খেলা। এরই মধ্যে হাততালির শব্দ। কাস্টমস বনাম কালীঘাট ক্লাবের খেলা দেখতে ভিড় জমিয়েছিল ওরা।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে টুর্নামেন্ট মাঠে বসে দেখা এবং অনুভব করার আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গল। আমন্ত্রণে বিভিন্ন বিভাগের 30 জন প্রতিবন্ধী ক্রিকেটার ইডেনে উপস্থিত হয়েছিলেন। ওঁদের কেউ কানে শুনতে পান না, আবার কেউ দৃষ্টিহীন। আবার কারোর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তবে সকলেই ক্রিকেট ভালোবাসেন ৷ ক্রিকেটকে অনুভব করে তাঁদের আত্মা দিয়ে। তাই মাঠের বাইশ গজের উত্তেজনায় তাঁরা যে গ্যালারিতে বসে অংশ নেবেন তা আর নতুন কী।