পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 প্রতিবন্ধী ক্রিকেটারকে বিমার আওতায় আনল সিএবি - প্রতিবন্ধী ক্রিকেটারদের বীমা

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ৷ 30 জন প্রতিবন্ধী ক্রিকেটারকে সংবর্ধিত করার পাশাপাশি তাঁদের বিমার আওতায় আনা হয়েছে।

CAB
CAB

By

Published : Dec 4, 2020, 9:38 AM IST

কলকাতা, 4 ডিয়েম্বর : ফাঁকা ইডেনে হাততালির ঝড়। বেঙ্গল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ক‍রেছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গল। কোরোনা আবহে ক্রিকেটকে বাইশ গজে ফিরিয়ে নিয়ে আসতেই ছয় দলীয় টুর্নামেন্টের আয়োজন। ফাঁকা গ্যালারিতে স্বাস্থ্যবিধি মেনে চলছে খেলা। এরই মধ্যে হাততালির শব্দ। কাস্টমস বনাম কালীঘাট ক্লাবের খেলা দেখতে ভিড় জমিয়েছিল ওরা।

বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে টুর্নামেন্ট মাঠে বসে দেখা এবং অনুভব করার আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গল। আমন্ত্রণে বিভিন্ন বিভাগের 30 জন প্রতিবন্ধী ক্রিকেটার ইডেনে উপস্থিত হয়েছিলেন। ওঁদের কেউ কানে শুনতে পান না, আবার কেউ দৃষ্টিহীন। আবার কারোর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তবে সকলেই ক্রিকেট ভালোবাসেন ৷ ক্রিকেটকে অনুভব করে তাঁদের আত্মা দিয়ে। তাই মাঠের বাইশ গজের উত্তেজনায় তাঁরা যে গ্যালারিতে বসে অংশ নেবেন তা আর নতুন কী।


খেলা শুরুর আগে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ইডেন বেল বাজিয়ে খেলা শুরুর সংকেত দেন। পরে উপস্থিত প্রতিবন্ধী ক্রিকেটারদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,"বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাদের লক্ষ্য স্বাভাবিক জীবনের সঙ্গে সকলকে যুক্ত করা।সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন। ক্রিকেটের উন্নতিতে সিএবি সবসময় ব্যস্ত। সেই কারণেই 30 জন প্রতিবন্ধী সক্রিয় ক্রিকেটারকে বেছে নিয়ে সংবর্ধিত করেছি। শুধু তাই নয়, ওঁদের বিমার আওতায় নিয়ে এসেছি।"

শারীরিকভাবে চ্যালেঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি গৌরমোহন ঘোষ বলেন, "আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা জানানোয় আমরা অভিভূত। বাংলার ক্রিকেটের সঙ্গে এঁরা সকলেই যুক্ত। সিএবি প্রেসিডেন্ট সবসময় আমাদের পাশে রয়েছেন। তাই এঁদের বিমার আওতায় আনার সিদ্ধান্ত নতুনভাবে অনুপ্রাণিত করবে।"

ABOUT THE AUTHOR

...view details