কলকাতা, 20 নভেম্বর: আইডেন্টিটি পলিটিক্স বা জাতপাতের রাজনীতি বামেদের নীতি বিরোধী । কিন্তু, আগামী লোকসভার আগে সেই 'আইডেন্টিটি পলিটিক্স'-এর কৌশল অবলম্বন শুরু করছে বঙ্গ সিপিএম । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের দাবি, কুড়মি, ওবিসি-সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কাছে টানতে উদ্যাগী বঙ্গ সিপিএম । এই সব জনগোষ্ঠীর মধ্যে দলীয় নেতাদের সেতুবন্ধনের কাজ করার নির্দেশ দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
সূত্রের দাবি, মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে মুসলিম, মতুয়া-সহ এসসি/এসটি/ওবিসি সম্প্রদায়কে তৃণমূল-বিজেপি ধর্মের রাজনীতি করে ভাগ করছে । তার বিরুদ্ধে ওই সমস্ত জাতিগোষ্ঠীকে কাছে পেতে কৌশল গ্রহণ করতে হবে । তাঁদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে হবে । তাঁরা যে বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা মোকাবিলায় সাহায্য করতে হবে । যাতে আসন্ন 2024 লোকসভা নির্বাচনে সেই কাজের 'ফসল' তুলতে পারা যায় ।"
তবে, শুধু যে তৃণমূল-বিজেপির ধর্মীয় রাজনীতিকে কাউন্টার করতেই এমন উদ্যোগ সিপিএমে ? তা কিন্তু নয় । জাতপাতকে গুরুত্ব না-দিয়ে বাম রাজনৈতিক দল সিপিএম শ্রমিক শ্রেণিকে নিয়ে রাজনীতি করে । তাদের প্রকৃত বন্ধু বলেই মনে করে । দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণি-সহ বিভিন্ন জাত ধর্মের কৃষক, শ্রমিক এবং অন্যান্য শ্রমিক শ্রেণিই বামেদের ক্ষমতায় রাখে । কিন্তু, 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই অনগ্রসর, পিছিয়ে পড়া কৃষক, শ্রমিক এবং অন্যান্য শ্রমিক শ্রেণিই সিপিমের থেকে মুখ ঘুরিয়েছে।