কলকাতা, 4 জুলাই: এবার দলের অভ্যন্তরে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা কান্তি গঙ্গোপাধ্যায়ের মুখে। প্রবীণ সিপিএম নেতা বলেছেন, শূন্য থেকে শুরু করার সময় এসেছে । প্রয়োজনে দলের সাংগাঠনিক পরিবর্তন জরুরি । তরুণ প্রজন্মকে তুলে নিয়ে আসার কথা প্রবীণ মানুষটির মুখে । একটি-দুটি আসন পাওয়া বা না পাওয়ার মধ্যে দিয়ে দলের মধ্যেকার মরচে ধরা অংশের পুনরুজ্জীবন সম্ভব নয়। পলিটব্যুরো, রাজ্য কমিটিতে নেওয়া সিদ্ধান্তের পুনরায় মূল্যায়ণ প্রয়োজন বলে মনে করেন কান্তি গঙ্গোপাধ্যায়। এর আগেও বিভিন্ন বিষয়ে তার পর্যবেক্ষণ দলকে জানিয়েছিলেন। এবার এই প্রেক্ষাপটে তাঁর সূর্যকান্ত মিশ্র, বিমান বসুকে দেওয়া চিঠি অন্য বার্তা দেয় ।
কংগ্রেসের সঙ্গে জোট, আইএসএফকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা গঠনের যৌক্তিকতা নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন প্রবীণ এই বাম নেতা। মঙ্গলবার কান্তি গঙ্গোপাধ্যায়কে আলিমুদ্দিনে ডাকা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে খবর। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তন্ময় ভট্টাচার্য এবং বিভিন্ন জেলার কমিটির পদাধিকারীরা আলিমুদ্দিনের শীর্ষকর্তাদের দিকে আঙ্গুল তুলেছিলেন । পরবর্তী সময়ে বিষয়টি মতাদর্শ এবং আভ্যন্তরীণ পর্যালোচনার মধ্যে দিয়ে বিচার করার কথা বলে ধামাচাপা দেওয়া হয়েছে । কিন্তু আগুন যে ধিকিধিকি করে জ্বলছে তা কান্তি গঙ্গোপাধ্যায়ের চিঠিতে পরিষ্কার ।