কলকাতা, 3 এপ্রিল:তৃণমূলবিরোধী প্রচারে আবারও অভিনবত্বের পরিচয় দিল বামেদের বড় শরিক সিপিএম ৷ এবার তাদের নিশানায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার থেকে সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বিশেষ প্রচার শুরু করল সিপিএম ৷ এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে, 'ভাইপোর পাঁচ কীর্তি' ! একইসঙ্গে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আরও কোণঠাসা করতে শুরু করা হয়েছে হ্যাশট্যাগচোরটিএমসি (#chorTMC) প্রচার কর্মসূচিও ৷
'ভাইপোর পাঁচ কীর্তি' শীর্ষক প্রচারের আওতায় পাঁচটি ভার্চুয়াল ব্য়ানার তৈরি করা হয়েছে ৷ নানা রঙের এই ভার্চুয়াল ব্যানারগুলিতে নজর কাড়বে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আদলে তৈরি কার্টুন বা ক্যারিকেচার ৷ প্রত্যেক ব্য়ানারের জন্য অভিষেকের এই 'অবতার'গুলি ব্যবহার করা হয়েছে ৷ সঙ্গে, তুলে ধরা হয়েছে কিছু বিশেষ প্রশ্ন ৷ ঠিক কীভাবে সাজানো হয়েছে এগুলি ? আসুন, দেখে নেওয়া যাক ৷
ভাইপোর কীর্তি-1
কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ৷ বর্তমানে তিনি ফেরার ৷ তাঁর নামে জারি করা হয়েছে লুক-আউট নোটিশ ৷ 2017 থেকে 2020 সালের মধ্যে এই বিনয় মিশ্রর সঙ্গে 10বার কেন বিদেশে যেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ?
ভাইপোর কীর্তি-2
নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়, কুন্তল ঘোষ এবং কয়লাপাচারে ফেরার বিনয় মিশ্রকে তৃণমূল যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে কেন বসিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ?
ভাইপোর কীর্তি-3