পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPM Campaign against Abhishek: সোশাল মিডিয়ায় 'ভাইপোর পাঁচ কীর্তি' সামনে আনল সিপিএম ! - অভিষেক বন্দ্যোপাধ্যায়

সিপিএমের নিশানায় তৃণমূল কংগ্রেস ও 'ভাইপো' ৷ সোশাল মিডিয়ায় দলের তরফে শুরু করা হল, #chorTMC এবং 'ভাইপোর পাঁচ কীর্তি' শীর্ষক বিশেষ প্রচার কর্মসূচি ৷

CPM starts Exclusive Campaign against Abhishek Banerjee on Social Media
সিপিএমের নয়া প্রচার

By

Published : Apr 3, 2023, 1:57 PM IST

কলকাতা, 3 এপ্রিল:তৃণমূলবিরোধী প্রচারে আবারও অভিনবত্বের পরিচয় দিল বামেদের বড় শরিক সিপিএম ৷ এবার তাদের নিশানায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সোমবার থেকে সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে বিশেষ প্রচার শুরু করল সিপিএম ৷ এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে, 'ভাইপোর পাঁচ কীর্তি' ! একইসঙ্গে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আরও কোণঠাসা করতে শুরু করা হয়েছে হ্যাশট্যাগচোরটিএমসি (#chorTMC) প্রচার কর্মসূচিও ৷

'ভাইপোর পাঁচ কীর্তি' শীর্ষক প্রচারের আওতায় পাঁচটি ভার্চুয়াল ব্য়ানার তৈরি করা হয়েছে ৷ নানা রঙের এই ভার্চুয়াল ব্যানারগুলিতে নজর কাড়বে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আদলে তৈরি কার্টুন বা ক্যারিকেচার ৷ প্রত্যেক ব্য়ানারের জন্য অভিষেকের এই 'অবতার'গুলি ব্যবহার করা হয়েছে ৷ সঙ্গে, তুলে ধরা হয়েছে কিছু বিশেষ প্রশ্ন ৷ ঠিক কীভাবে সাজানো হয়েছে এগুলি ? আসুন, দেখে নেওয়া যাক ৷

ভাইপোর কীর্তি-1

কয়লাপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ৷ বর্তমানে তিনি ফেরার ৷ তাঁর নামে জারি করা হয়েছে লুক-আউট নোটিশ ৷ 2017 থেকে 2020 সালের মধ্যে এই বিনয় মিশ্রর সঙ্গে 10বার কেন বিদেশে যেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ?

ভাইপোর কীর্তি-2

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়, কুন্তল ঘোষ এবং কয়লাপাচারে ফেরার বিনয় মিশ্রকে তৃণমূল যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে কেন বসিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ?

নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস

ভাইপোর কীর্তি-3

গোরুপাচার কাণ্ডের কিংপিন এনামুল হক এবং কয়লা মাফিয়া লালার সঙ্গে কী সম্পর্ক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ? 2021 সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্য়ে এক-এক দিনে 1 কোটি 54 লক্ষ টাকা অন্যত্র পাচার করা হয়েছে ৷ টাকার মোট অঙ্ক 168 কোটি ৷ কালীঘাটের বাসিন্দা তথা বিনয় মিশ্রের পাঁচ শিখণ্ডীর মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছিল ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কি এসব জানতেন না ?

ভাইপোর কীর্তি-4

ইডি সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পারিবারিক দুই সংস্থায় একটি নির্মাণকারী সংস্থার মাধ্যমে মোট 4 কোটি 37 লক্ষ টাকা ঢুকেছে ৷ এই নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত কয়লা মাফিয়া লালা ! এই টাকা কি তাহলে কয়লাপাচারের টাকা ?

ভাইপোর কীর্তি-5

দেড় বছর আগে ইডি আদালতে জানায়, লালার মাধ্যমে টাকা পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে ! সেই টাকা পাচার হয়েছে থাইল্যান্ড ও লন্ডনে ৷ এই সম্পর্কে এবং থাইল্য়ান্ডে সোনাপাচারের অভিযোগ সম্পর্কে কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন:শিবপুরে এসে 'ভাইপো'কে বেনজির আক্রমণ ! কী বললেন সুকান্ত ?

প্রসঙ্গত, এই প্রশ্নগুলি আগেও সিপিএম নেতাদের মুখে শোনা গিয়েছে ৷ এবার সেগুলিই আরও 'পরিপাটি করে' সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়েছে সিপিএমের তরফে ৷ এদিকে, এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল নেতৃত্ব ৷ তবে, আগামী দিনে তারা এর জবাব দেয় কি না, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details