কলকাতা, 2 অগস্ট: হরিয়ানার মেওয়াত অঞ্চলে অশান্তির তীব্র নিন্দা করল সিপিএম পলিটব্যুরো। তাঁরা মুম্বইগামী ট্রেনে রেল পুলিশের তার সহকর্মী ও যাত্রীদের হত্যার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছেন। হরিয়ানা ও মহারাষ্ট্রর উভয় ঘটনার পিছনে নির্বাচনী মেরুকরণ ও বিদ্বেষপূর্ণ প্রচারই দায়ী বলে পলিটব্যুরোর দাবি । এবিষয়ে বিবৃতি জারি করে ক্ষোভ প্রকাশ করেছে পলিটব্যুরো ।
হরিয়ানার মেওয়াত অঞ্চলে নুহ থেকে শুরু করে গুরুগ্রামে ছড়িয়ে পড়া অশান্তি এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী বলে অভিযোগ সিপিএম পলিটব্যুরো’র । তাদের বক্তব্য, "ব্রজ মণ্ডল যাত্রার নামে হিন্দুত্ববাদী শক্তি-বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ সোশাল মিডিয়ায় অত্যন্ত উসকানিমূলক প্রচারণা চালায়। নাসির ও জুনায়েদ খুনের ঘটনার কুখ্যাত ব্যক্তি মনু মানেসার তার সমর্থকদের এই যাত্রায় যোগ দেওয়ার জন্য খোলা আহ্বান জানিয়েছিলেন। অথচ, নুহ-এর দায়িত্বশীল নাগরিকদের আবেদনে কর্ণপাত করেনি সরকার।
আরও পড়ুন:নুহের পর অশান্ত গুরুগ্রাম ! একের পর এক দোকানে আগুন
অভিযোগ, সরকার মনু মানেসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। পরিবর্তে, রাজ্য সরকার অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য পূর্বনির্ধারিত পদক্ষেপ বা প্রস্তুতি ছাড়াই যাত্রার অনুমতি দেয়। ফলে, আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে সাম্প্রদায়িক মেরুকরণকে তীক্ষ্ণ করার একক উদ্দেশ্য তা স্পষ্ট বলে মনে করছে সিপিএমের পলিটব্যুরো। এদিকে রেল পুলিশের এক কনস্টেবল মুম্বইগামী ট্রেনে তার সিনিয়র এবং অন্য তিনজন যাত্রীকে ভয়ঙ্করভাবে হত্যা করেছে। এই ঘটনায় কর্তৃপক্ষের প্রাথমিক ব্যাখ্যা ওই রেল পুলিশের মানসিক সমস্যা থাকতে পারে।
কিন্তু সিপিএম পলিটব্যুরোর বক্তব্য, এই ঘটনাকে মানসিক বিকৃতি হিসাবে দেখা উচিত নয় । পলিটব্যুরোর বক্তব্য, ক্ষমতায় থাকা ব্যক্তিরা দিনে দিনে ঘৃণাত্মক বক্তৃতা দিচ্ছেন । একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে তারই ফলাফল এই ধরনের ঘটনা । শীর্ষ আদালতের সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়ে পলিটব্যুরো'র বক্তব্য, সুপ্রিম কোর্ট বারবার সতর্ক করেছে যে, বিদ্বেষপূর্ণ বক্তব্য দেশের জন্য বিপর্যয়কর পরিণতির দিকে নিয়ে যায়।"
আরও পড়ুন:চলন্ত ট্রেনে তিন যাত্রী ও সহকর্মীকে গুলি করে খুন আরপিএফ কনস্টেবলের