কলকাতা, 25 নভেম্বর: 'ক্যাশ ফর কোয়ারি' নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ যা নিয়ে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহুয়া মৈত্রের পাশেই দাঁড়ালেন। তবে তিনি সিবিআই তদন্তের পরিধি বাড়ানোর দাবিও করেছেন। বিকাশের যুক্তি, তৃণমূলের মত দুর্নীতিগ্রস্ত দলের অপরাধ খুঁজে দেখতে অবশ্যই সিবিআই তদন্তের পরিধি বাড়ুক। কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত হওয়ার অন্যতম কারণ তিনি মোদি-ঘনিষ্ঠ আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন ৷
শনিবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "আমার স্পষ্ট বক্তব্য আদানি নিয়ে প্রশ্ন তোলায় মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আদানি-মোদির সম্পর্ক নিয়ে প্রশ্ন গোটা ভারতবর্ষের সুচিন্তিত মানুষ করছেন। মহুয়ার সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য বহু। তিনি একটি ভুল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। যাদের সঙ্গে আদানির অনেক সম্পর্ক রয়েছে। তারপরও আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।" সিবিআই তদন্ত নিয়ে বিকাশের আরও বক্তব্য, "মহুয়ার বিরুদ্ধে যে বিষয় নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে তা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হল মহুয়া মৈত্র যে প্রশ্নটা তুলেছেন, তা সত্যি না মিথ্যা ! মহুয়া মৈত্রের প্রশ্নের সত্যতা নিয়ে কেন সিবিআই তদন্ত হচ্ছে না ? যদি মহুয়ার প্রশ্নের সত্যতা পাওয়া না-যায় তখনই তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধ সংঘটিত করার অভিযোগ বা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর যদি তাঁর প্রশ্নের সত্যতা প্রমাণিত হয়। তাহলে মহুয়া কোথা থেকে প্রশ্ন করেছেন, কাকে দিয়ে প্রশ্ন করেছেন, তা একেবারেই নিছক প্রথাগত ব্যাপার।"