কলকাতা, 16 ফেব্রুয়ারি: নৌশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে (Procession for Nawsad Siddique) আগামী 19 ফেব্রুয়ারি 'ভাঙড় চলো' মিছিলের অনুমতি দিক আদালত ৷ এই মর্মে মামলা রুজু করা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ সংশ্লিষ্ট মামলায় দ্রুত শুনানির আবেদন করা হয়েছে মামলাকারীদের তরফে ৷ আদালত সূত্রে খবর, শুক্রবার (17 ফেব্রুয়ারি, 2023) বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে ৷
উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারিও একই দাবিতে আইএসএফ ও সিপিএম নেতৃত্ব যৌথভাবে ভাঙড়ে মিছিল করার ডাক দেয় ৷ তারপরই তড়ঘড়ি ভাঙড় ও কাশীপুর থানা এলাকায় 144 ধারা জারি করে পুলিশ প্রশাসন ৷ ফলে মিছিলের উদ্যোগ ভেস্তে যায় ৷ এই প্রেক্ষাপটে মিছিল করার জন্য নতুন দিন বেছে নেওয়া হয়েছে ৷ ঠিক হয়েছে, 15 ফেব্রুয়ারির না হওয়া মিছিল করা হবে আগামী 19 ফেব্রুয়ারি ৷ সেই মিছিল করার আইনি অনুমতি চেয়ে বৃহস্পতিবার কলকাতা আদালতে মামলা রুজু করা হয় ৷ সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে ৷
উল্লেখ্য, নৌশাদ সিদ্দিকী গ্রেফতার হওয়ার পর থেকেই বেশ কয়েক দিন ভাঙড় থানা এলাকায় 144 ধারা জারি করা হয় ৷ তা সত্ত্বেও ভাঙড় চলো মিছিলের ডাক দেয় সিপিএম ৷ সেই মিছিলের ঠিক আগে গত মঙ্গলবার এলাকায় 144 ধারা জারি করে কাশীপুর থানা ৷ থানার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বুধবার (15 ফেব্রুয়ারি, 2023) সকাল 6টা থেকে এলাকায় 144 ধারা কার্যকর হয়ে যাবে ৷ এই নির্দেশকে শিখণ্ডী করে সিপিএম নেতৃত্বকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা বুধবার এলাকায় কোনও মিটিং, মিছিল বা জমায়েত করতে পারবে না ৷ কাশীপুর থানার পক্ষ থেকে ভাঙড়ের সিপিএম নেতা রশিদ গাজির কাছে এই নোটিশ পাঠানো হয় ৷ এই ঘটনার পরই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব ৷
আরও পড়ুন:নওশাদের মুক্তির দাবিতে আইএসএফ এর সঙ্গে যৌথ মিছিল বামেদের
প্রসঙ্গত, নৌশাদের গ্রেফতারের প্রতিবাদে বারবার সরব হয়েছে সিপিএম ৷ দলের বর্ষীয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু সংবাদমাধ্যমে এ নিয়ে মুখও খুলেছেন ৷ তাঁর অভিযোগ, নৌশদকে যেকোনও উপায়ে নিজেদের দিকে টানার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু, নৌশাদ সেই ফাঁদে এখনও পা দেননি ৷ সেই কারণেই তাঁকে এভাবে গ্রেফতার করে বন্দি করে রাখা হয়েছে ৷ উল্লেখ্য, বুধবার (15 ফেব্রুয়ারি, 2023) নগর দায়রা আদালত নৌশাদ সিদ্দিকীর জামিনের আবেদন আবারও বাতিল করে দেয় ৷