কলকাতা, 17 এপ্রিল:পুলওয়ামা কাণ্ডে কেন্দ্রের ভূমিকা ঠিক কী ছিল, তা প্রকাশ্যে আসা দরকার ৷ আর তাই এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলে সরব হল সিপিএম পলিট ব্যুরো ৷ একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সাক্ষাৎকার নিয়ে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও উচ্চবাচ্য করছেন না, সেই প্রশ্নও তুলেছে তারা ৷ এ নিয়ে একটি টুইট করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক যে গুরুতর অভিযোগ করেছেন, সেই বিষয়ে মোদি সরকারের নীরবতা আসলে জবাবদিহি করা থেকে বাঁচার চেষ্টা ! কিন্তু, মোদি সরকারকে জবাব দিতেই হবে ৷"
এই গোটা বিষয়টি নিয়ে সিপিএম পলিট ব্যুরো একটি বিবৃতি জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক যে গুরুতর অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদিকে তার জবাব দিতে হবে ৷ মোদি সরকারকে অবশ্যই এই ঘটনা প্রসঙ্গে স্বচ্ছ হতে হবে ৷ পুলওয়ামা হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন ৷ সেটি অত্যন্ত গুরুতর বিষয় ৷ যা আমাদের দেশের নিরাপত্তার জন্যও উদ্বেগজনক ৷ জাতীয় নিরাপত্তায় কোনও ত্রুটি রাখা যাবে না ৷ যে পদ্ধতিতে সংবিধানের 370 ধারা এবং 35A অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল এবং জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, তার প্রেক্ষিতে সত্যপালের তোলা অভিযোগ অত্যন্ত গুরুতর ৷ এই ইস্যুতে মোদি সরকারের নীরবতা আমাদের জাতীয় নিরাপত্তা এবং ভারতের একতা ও অখণ্ডতার উপর গভীর প্রভাব ফেলতে পারে ৷ আমাদের জাতীয় নিরাপত্তা এবং সাংবিধানিক পবিত্রতার স্বার্থে মোদি সরকারকে এই সমস্ত অভিযোগের জবাব দিতে হবে ৷ এভাবে মোদি সরকার নীরব থাকতে পারে না !