কলকাতা, 14 সেপ্টেম্বর:বর্তমানসদস্যরা ঠিক কতটা বামপন্থী ? তাঁদের জীবন-যাপনে বামপন্থার ছাপ কতটা ? এবার এই মূল্যায়নে নামল বঙ্গ সিপিএম ৷ যদিও 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনও বাম প্রার্থী জয়ী হননি ৷ স্বাধীনতার পর এই ঘটনা আগে কখনও হয়নি ৷ রাজ্য থেকে লোকসভার সাংসদও নেই বঙ্গ সিপিএমের ৷ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে তেমন একটা আশানুরূপ ফলাফল করতে পারেনি বাম শিবির ৷ তবে, এরই মধ্যে রাজ্যের কয়েকটি অংশে সিপিএমের ফল ভালো হয়েছে। এই আবহে ঘুরে দাঁড়াতে শুদ্ধিকরণে বাড়তি জোর দিতে চাইছে আলিমুদ্দিন ৷
সিপিএমের এই কর্মসূচিকে নানা দিক থেকেই বিশেষ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ সাতের দশক বা তারও আগে বামনেতাদের জীবন যাপন সাধারণ মানুষকে আকৃষ্ট করত ৷ তারপর তাঁদের জীবন যাপনে বিরাট পরিবর্তন আসে ৷ সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলে মনে করে সিপিএম ৷ এবার এদিক থেকে পার্টির নেতা-কর্মীদের অবস্থান ঠিক কোন জায়গায় আছে সেটা বুঝে নিতে চাইছে বামেরা ৷
আরও পড়ুন: 'ইন্ডিয়া'র প্রথম জনসভা ভোপালে, 'চোরদের জোট' বলে কটাক্ষ শুভেন্দুর
হাতেগোনা দু-একটা জেলা কমিটি বাদে বহু বছর ধরে নতুন সদস্যপদ গ্রহণ পর্ব বন্ধ রয়েছে ৷ এককথায় ভোট ব্যাংকের নিরিখে দলের অবস্থা শোচনীয় ৷ এদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে 26টি বিরোধী দল নিয়ে 'ইন্ডিয়া' জোট গঠিত হয়েছে ৷ তৃণমূল ছাড়া এই দলের অন্যতম সদস্য সিপিএম ৷ মুম্বইয়ে এই জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷
এই পরিস্থিতিতে এমন মূল্যায়ন কেন ? রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি দেখে অনুপ্রাণিত হয়ে এই ত্রুটি সংশোধন কর্মসূচি নিয়েছে সিপিএম ৷ কেন্দ্রের জন্য সিপিএমের রাজনৈতিক সমীকরণ বাংলার একেবারে বিপরীত ৷ এই পরিস্থিতিতে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে বঙ্গ সিপিএম ৷ তাই দলীয় সদস্যরা ব্যক্তিজীবনের কতটা বামমনস্ক, তা জানতে অভিযান শুরু করেছে বঙ্গ সিপিএম ?
একজন বামকর্মীর জীবন যাপনের মধ্যে বামমানসিকতা জড়িয়ে রয়েছে কি ? নাকি তাঁর সংশোধনের প্রয়োজন রয়েছে ? এই বিষয়গুলি পর্যালোচনা করছে সিপিএম ৷ 'দলীয় সদস্য ত্রুটি সংশোধন' অভিযানে বিভিন্ন জেলা কমিটি ইতিমধ্যে 12টি প্রশ্ন তৈরি করেছে ৷ ব্যক্তিগত মূল্যায়নের এই প্রোফর্মা সদস্যদের কাছে পাঠানো হয়েছে ৷