পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPM on Religion: ধর্ম মানেন অনেকেই! দলীয় রিপোর্ট ঘিরে তরজা সিপিএমে - ব্যক্তিগত ধর্মাচরণ

বাম কর্মী-সমর্থকরা কি ধর্মীয় আচার-আচরণে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছেন ? ধর্মাচরণ নিয়ে তাঁদের চিন্তাভাবনা কী ? তা জানতে একটি প্রশ্নমালা তৈরি করল বঙ্গ সিপিএম ৷ জেলায় জেলায় তা পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

ETV Bharat
কর্মীদের ধর্মীয় আচার বিষয়ে জানতে সিপিএমের প্রশ্নমালা

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 11:12 AM IST

Updated : Oct 15, 2023, 11:48 AM IST

কলকাতা, 15 অক্টোবর: দলীয় সদস্যদের 'ত্রুটি সংশোধন অভিযান'-এর পর এবার ধর্ম সম্পর্কে বাম-কর্মীদের অবস্থান জানতে চায় দল ৷ সিপিএম মনে করে দলের বিভিন্ন এরিয়া কমিটির বহু সদস্যই ধর্মে বিশ্বাস করেন ৷ ধর্মীয় আচরণ মেনেও চলেন। কখনও কখনও পারিবারিক অথবা সামাজিক চাপে পড়ে দলীয় সদস্যদের বেশ ঘটা করেই ধর্মের নানা আচার পালন করতে হয় ৷ এমতাবস্থায় বাস্তব পরিস্থিতি ঠিক কী তা জানতে তৎপর হল দল।

নেতা-কর্মী বা সমর্থকরা ধর্মাচরণ করবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে সিপিএমের অন্দরে ৷ কমবেশি দু'দশক আগে তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস কার্যত ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন দলীয় নেতা-কর্মীদের পুজোর সঙ্গে যুক্ত হওয়া দল ভালোভাবে মেনে নেয় না ৷ দলীর নেতার হাতে পুজোর উদ্বোধনও তাঁদের কাছে কাম্য বিষয় নয়। শুধু তাই নয়, দুর্গাপুজো না-বলে দলীয় স্তরে শুধু শারদোৎসব বলা যায় কি না এমন আলোচনাও একটা সময় হয়েছে আলিমুদ্দিনে ৷

তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মতো কেউ কেউ প্রকাশ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷ পদে থাকাকালীন রাজ্যের এই প্রাক্তন পরিবহণ মন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন ৷ তাঁর যুক্তি ছিল, তিনি বাঙালি ৷ দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব ৷ তাই তা থেকে নিজেকে দূরে রাখার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই ৷ অতীতের সেই বিতর্ক যে এখনও দলের অন্দরে প্রাসঙ্গিক তা সিপিএমের এই নয়া সমীক্ষা অভিযান থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

সিপিএমের প্রশ্নমালা

বর্তমানে সার্বিক পরিস্থিতি এমন যে, কম-বেশি প্রায় প্রতিটি এরিয়া কমিটিতেই বস্তুবাদী নাস্তিকদের সংখ্যা কমেছে ৷ আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হাওড়ায় সিপিএম রাজ্য কমিটির বর্ধিত বৈঠক হবে ৷ সেই বৈঠকেই দু'টি সংশোধন অভিযানের যাবতীয় রিপোর্ট নিয়ে কাটাছেঁড়া চলবে ৷ মাস দেড়েক আগে সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি জেলায় জেলায় দলীয় সদস্যদের 'ত্রুটি সংশোধন অভিযান' চালায় ৷

আলিমুদ্দিন স্ট্রিট থেকে এরিয়া এবং জেলা কমিটির নেতাদের কাছে একটি প্রশ্নের তালিকা পাঠানো হয় ৷ তাতে 'পার্টির রাজ্য কমিটির নির্দেশিত দুটি সংশোধন অভিযান পরিচালনা সংক্রান্ত ব্যক্তিগত মূল্যায়ন প্রোফর্মা' শিরোনামে একডজন প্রশ্ন রয়েছে ৷ এতে কোনও বাম কর্মী বা সদস্য তাঁর ব্যক্তিগত ধর্মাচরণ থেকে শুরু করে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতায় কত টাকা খরচ করেন- তা জানতে 12 দফা প্রশ্ন দেওয়া হয় ৷ এখন সেই প্রশ্নপত্রের উত্তর আসতে শুরু করেছে।

সূত্রের দাবি, উত্তর থেকে দেখা গিয়েছে, দলীয় সদস্যদের ব্যক্তিগত কিংবা পারিবারিক সামাজিক অনুষ্ঠানে খরচের বহর অনেকটাই বেড়েছে ৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এবং পরিবারের সদস্যদের 'ভালোর জন্য' বিয়ে-সহ নানা সামাজিক অনুষ্ঠানে বাড়তি খরচ করতেই হয় বলে জানিয়েছেন কর্মী-সদস্যরা ৷

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য কমিটির এক সদস্য তথা পলিটব্যুরোর সদস্য জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রায় প্রতিটি রাজ্য কমিটি এই ত্রুটি সংশোধন অভিযান চালাচ্ছে ৷ তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও একই কাজ করছে ৷ বহু মানুষই ধর্মীয় আচার-আচরণে যুক্ত থাকেন ৷ এটা নতুন কিছু নয় ৷ ফলে ধর্মীয় আচরণে অভ্য়স্ত হলে ওই সদস্যকে নিয়ে সমালোচনা করা হবে এমনটা নয় ৷ কিন্তু পার্টির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিসংখ্যান রাখাটাই জরুরি ৷ তা জানতেই এই সমীক্ষা চালানো হচ্ছে।

আরও পড়ুন: সীতারামের বাড়িতে দিল্লি পুলিশ ! এজেন্সির অপব্যবহারের অভিযোগ সিপিএম-কংগ্রেসের

Last Updated : Oct 15, 2023, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details