নয়াদিল্লি, 22 অক্টোবর : 2021 রাজ্য বিধানসভার নির্বাচনে আসন প্রাপ্তির সংখ্যা শূন্য। এই অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা কোন পথে করা হবে তা নিয়ে আলোচনা তুঙ্গে সিপিএমের অন্দরমহলে। শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। হরকিষেন সিং সুরজিৎ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন বিমান বসু।
বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি 23তম পার্টি কংগ্রেসের পার্টি লাইনের রূপরেখা পেশ করেছেন। বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্তরে বিজেপি বিরোধিতা নিশ্চিত হলেও রাজ্যের ক্ষেত্রে অবস্থান কী হবে তাই নিয়েই আলোচনা চলছে দলের অন্দরে। কারণ রাজ্য ভিত্তিক বিরোধিতা ভিন্ন, বিরোধিতার অঙ্ক ও প্রেক্ষাপটও পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরার কথা বলা হচ্ছে ।
আরও পড়ুন : শান্তিপুরে নির্বাচনী প্রচারে শুভেন্দুকে এক হাত পার্থর
জানা গিয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনে দলের লাইন কী হবে তা নিয়েও আলোচনা হবে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের এই বৈঠকে। তৈরি হবে রণকৌশল। আগামী বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহে কেরলের কান্নুরে হবে সিপিএমের পার্টি কংগ্রেস। তার আগে জানুয়ারিতে শেষ কেন্দ্রীয় কমিটির বৈঠক বসবে। এবারের তিন দিনের বৈঠকে পার্টির রাজনৈতিক এবং সাংগঠনিক খসড়া প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনায় বসেছে কেন্দ্রীয় কমিটি। সেক্ষেত্রে দেশজুড়ে বিজেপি বিরোধী যে ফ্রন্ট গঠন হবে তার পক্ষে সওয়াল থাকলেও রাজ্য ভিত্তিক অবস্থানও গুরুত্ব পাবে এই বৈঠকে। কারণ সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে থাকলেও কেরলে সিপিএম এবং কংগ্রেস পরস্পরের শত্রু।
আবার ত্রিপুরায় বিজেপি প্রধান প্রতিপক্ষ হলেও সিপিএম এবং কংগ্রেস দুই মেরুতে । আবার পশ্চিমবঙ্গের ছবিটাও ভিন্ন। এখানে সিপিএম কংগ্রেস জোট থাকলেও বিরোধী প্রান্তে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মঞ্চে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পদ্ম শিবিরের বিরোধিতায় সুর মেলালে রাজ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজ্যের শাসকদলের সঙ্গে দূরত্ব কমালে পার্টির অন্দরেও প্রশ্ন উঠবে। তাই বিজেপি এবং তৃণমূল বিরোধিতার ক্ষেত্রে সমান্তরালভাবে হাঁটার পক্ষে সওয়াল করছেন বাংলার সিপিএম নেতারা ৷ এই ব্যাপারে ইতিমধ্যেই অন্য রাজ্যের নেতাদের সঙ্গেও আলোচনা সেরে রেখেছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা । এই তিন দিনের বৈঠকে, এই প্রেক্ষিতে পার্টির রাজনৈতিক অবস্থান কোন পথে যাবে তার ইঙ্গিত মিলতে পারে ৷