কলকাতা, 01 মে:অবিলম্বে জম্মু -কাশ্মীরে নির্বাচন করার দাবি জানাল সিপিএমের কেন্দ্রীয় কমিটি । 27, 28 ও 29 এপ্রিল দিল্লিতে তিনদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । তার মধ্যে অন্যতম ছিল জম্মু-কাশ্মীরের ইস্যুটি । 2019 সালের অগস্ট থেকে জন্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। তারও বেশ কয়েকমাস আগে থেকে নেই নির্বাচিত বিধানসভা ।
কেন্দ্রীয় সরকার নির্বাচনের জন্য তিনটি শর্ত পূরণের নির্দেশিকা দিয়েছিল ৷ সেগুলি হল, সীমানা প্রক্রিয়া চিহ্নিতকরণের সমাপ্তি, সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। বর্তমানে তিনটি শর্ত পূরণ হয়েছে । তারপরও জম্মু ও কাশ্মীরে নির্বাচন করানোর কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র ৷ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মনে করেন, পছন্দের সরকার গঠনের ব্যাপারে বিজেপি নিশ্চিত নয় বলেই ভোট হচ্ছে না। এটা জনগণের মৌলিক সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে বিজেপিকে পরাস্ত করত ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে একটি বোঝাপড়া তৈরি করার ইঙ্গিতও দিয়েছে সিপিএম । কেন্দ্রীয় কমিটির বৈঠকে ইতিমধ্যেই এই প্রস্তাব পাস করা হয়েছে । সেখানেই উল্লেখ করা হয়েছে, বিজেপিকে পরাস্ত করতে বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে সহযোগিতা করবে সিপিএম। একসঙ্গে কাজও করবে ৷ কেন্দ্রীয় কমিটি বক্তব্য, দেশ ও জনগণের এই মুহূর্তে প্রধান কাজ হল বিজেপিকে পরাজিত করা । এই প্রসঙ্গে ইয়েচুরি বলেন, "এই কাজটি সম্পন্ন করতে সিপিএম ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলির সঙ্গে সহযোগিতা করবে।"