কলকাতা, 29 সেপ্টেম্বর: ভুল ভাঙল সিপিআইএম লিবারেশনের ? 27-28 সেপ্টেম্বর মৌলালি যুব কেন্দ্রে সিপিআই(এমএল)-এর রাজ্য সম্মেলনে এই প্রশ্ন উঠে এল । এখানে পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও সব বামপন্থী রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে তারা (CPIML calls for united fight against BJP and Trinamool) ।
সম্প্রতি রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতিতে নেতা-মন্ত্রীদের গ্রেফতারি সহ একাধিক ক্ষেত্রে নৈরাজ্যের চিত্র সামনে এসেছে । বিজেপি বা আরএসএস সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেক সময় একেক রকম মন্তব্যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঘাসফুলের অবস্থানও ঝাপসা । তাই একুশের বিধানসভা নির্বাচনের 'নো ভোট টু বিজেপি' (No Vote to BJP) ক্যাম্পেন চালিয়ে ঘুরপথে তৃণমূলকে ভোট পাইয়ে দেওয়ার চেষ্টায় সফল হয়েছিল বামদলগুলি ৷ তা ঠিকঠাক কাজে লাগায়নি তৃণমূল । তাই তৃণমূলকে এবার একটুও ছাড় না দেওয়ার কথা বললেন সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya Calls for Left Unity) ।
লিবারেশনের আরও বক্তব্য, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ক্ষমতা দখলের সম্ভাবনা ছিল । সেটা কখনওই চায়নি লিবারেশন । তাই, 'নো ভোট টু বিজেপি' ক্যাম্পেন চালিয়ে তৃণমূলের সুবিধে করে দিয়েছিল তাঁরা । বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । ঘুরপথে তৃণমূলকে সাহায্য করেছিল লিবারেশন । কিন্তু যে কারণে এই সাহায্য করা হয়েছিল তা পূরণ হয়নি । বরং, আনিশ খান হত্যা থেকে শুরু করে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প বা এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষের রায়ের বিরূদ্ধে যাচ্ছে তৃণমূল সরকার ।