কলকাতা, 28 মে : কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করতে চান বাম পরিষদীয় দল নেতারা । সেইমতো আবেদন জানিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দিলেন বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । প্রবল ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে রিপোর্ট সংগ্রহ করেছে বামেরা । আর সেটাই কেন্দ্রীয় দলের হাতে তুলে দিতে চায় তারা ।
পশ্চিমবঙ্গে আমফানের দাপটে বিধ্বস্ত দুই 24 পরগনা । এলাকাগুলির ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি কেন্দ্রীয় দল আসছে । যারা পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করবে ।
কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করার আবেদন বামেদের
আমফানের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে আসা কেন্দ্রীয় সরকারের দলের সঙ্গে দেখা করতে চান রাজ্যের বাম পরিষদীয় নেতারা ।
পশ্চিমবঙ্গের বামপন্থীরা কেন্দ্রীয় দলের এই সফরকে স্বাগত জানিয়েছে । সুজন চক্রবর্তী জানিয়েছেন, “বাম পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ক্ষতিগ্রস্ত মানুষের বিবরণ এবং সম্পত্তির ক্ষতির পরিমাণ তুলে ধরা হবে কেন্দ্রীয় দলের কাছে । পশ্চিমবঙ্গে সফরের সময় অথবা কলকাতা ছাড়ার আগে যে কোনও সময়ে সাক্ষাৎ করার জন্য সময় চাওয়া হয়েছে। চিঠিটি ইতিমধ্যেই দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে ।”
তাঁর কথায়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের অন্যান্য জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে । কিংবা গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ, আবার গবাদি পশুর মৃত্যুর ফলে কর্মহীন হয়েছেন গ্রাম বাংলার মানুষ । তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের আবেদন জানাতেই কেন্দ্রীয় সরকারের পাঠানো ওই দলের সঙ্গে দেখা করতে চান তিনি ও তাঁর দল ।