কলকাতা, 28 জানুয়ারি: শনিবার সকালে কলকাতায় শুরু হয়েছে সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির বৈঠক । তিনদিনের এই বৈঠক চলবে সোমবার পর্যন্ত । কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরে আগামী 30 জানুয়ারি কলকাতায় ধর্মতলায় সিপিএমের কলকাতা জেলা কমিটির আহ্বানে একটি জনসভাও অনুষ্ঠিত হচ্ছে । প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri), রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম ৷ সভাপতিত্ব করবেন পার্টির কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার । তিনি জানান, সাম্প্রদায়িক বিজেপি (BJP) ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে (Trinamool Congress) পরাস্ত করে বামপন্থী বিকল্পকে শক্তিশালী করার আহ্বান জানানো হবে সমাবেশে ৷
সিপিএমের তরফে জানা গিয়েছে, সিপিএমের প্রতিষ্ঠার সময় ন’জন পলিটব্যুরোর সদস্য ‘নবরত্ন’র নামাঙ্কিত নয়টি ব্রিগেড মিছিল করে সমাবেশে আসবে । ভিক্টোরিয়া হাউস থেকে আসবে কমরেড বিটি রণদিভে ব্রিগেড, কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় পৌরভবন থেকে কমরেড ইএমএস নাম্বুদিরিপাদ ব্রিগেড, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কমরেড একে গোপালন ব্রিগেড, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কমরেড জ্যোতি বসু ব্রিগেড, রামলীলা পার্ক থেকে কমরেড পি রাজমূর্তি ব্রিগেড, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কমরেড হরকিষণ সিং সুরজিৎ ব্রিগেড, গান্ধি মূর্তি (মেয়ো রোড) থেকে কমরেড পি সুন্দরাইয়া ব্রিগেড, নোনাপুকুর ট্রাম ডিপো থেকে কমরেড এম বাসবপুন্নাইয়া ব্রিগেড এবং ডেন্টাল কলেজ থেকে কমরেড প্রমোদ দাশগুপ্ত ব্রিগেড ।