পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাজার দিনে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ ! সমর্থন জানিয়ে 9 ডিসেম্বর মিছিলের ডাক সিপিআইএমের - সমর্থন জানিয়ে মিছিলের ডাক সিপিআইএমের

Job Seekers: আগামী 9 ডিসেম্বর অর্থাৎ শনিবার ধর্মতলায় মিছিল করতে চলেছে সিপিআইএম ৷ এসএলএসটি চাকরিপ্রার্থীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভের হাজার দিন পূর্ণ হচ্ছে ।

Job Seekers News
9 ডিসেম্বর হাজার দিনে পা চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:52 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর:দু'বছর আগে শুরু হওয়া রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছি যোগ্য চাকরিপ্রার্থীরা ।আগামী শনিবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভের হাজার দিন পূর্ণ হচ্ছে । তাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে এবং যোগ্য চাকরিপ্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের দাবিতে নাগরিক মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট । চাকরিপ্রার্থীদের লড়াইয়ের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাতে আগামী 9 ডিসেম্বর অর্থাৎ শনিবার ধর্মতলায় মিছিল করতে চলেছে সিপিআইএম ।

বেলা 2 টোয় ধর্মতলার লেনিন মূর্তির পারদেশ থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিল পৌঁছবে । রাজ্য বামফ্রন্টের অংশীদার-সহ অবস্থানকারীদের প্রতি সহমর্মিতা জানাতে শিক্ষানুরাগী-সহ সর্বস্তরের মানুষকে এই মিছিলে শামিলা হওয়ার আহ্বান জানানো হয়েছে । বিমান বসু, মহঃ সেলিম, সূর্যকান্ত মিশ্ররা এই মিছিলে থাকবেন বলেই সূত্রের খবর ।

সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের বক্তব্য, গোটা সমাজের লজ্জা। বাংলা মানুষের লজ্জা । শীত-গ্রীষ্ম-বর্ষার মধ্যেও পরিবার, পরিজন ছেড়ে 1000 দিন রাস্তায় ধরনা দিতে হচ্ছে যোগ্যদের । উৎসবে তারা নিকটাত্মীয়, কোলে শিশুসন্তানকে রেখে রাস্তায় বসে রয়েছে । আর খেলা মেলায় মেতে রয়েছে রয়েছে শাসক দল তৃণমূল । দুর্নীতিরত তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ও এই মিছিলে আহ্বান জানানো হয়েছে ।

স্কুলগুলিতে শূন্যপদের বিষয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু দেওয়া তথ্য নিয়ে করা ভাষার সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "ব্রাত্য বসু শূন্যপদ বলেছেন 781 । সর্বৈব অসত্য । আজ বলছেন 50 হাজার । বিধানসভায় বলেছিলেন 2.5 লক্ষ তো হবেই। এলোমেলো করে দিতে চায় সরকার ।"

এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে অভিষেক সেন ইটিভি ভারতকে বলেন, "রাজ্য সরকারের সদিচ্ছার অভাব ৷ অন্যদিকে আদালতের জটিলতায় আজও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে । আগামী শনিবার 1000 দিন পূর্ণ হচ্ছে । আমাদের আন্দোলনের সমর্থনে অনেক রাজনৈতিক দল পথে নেমে সংহতি জানিয়েছে । আমরা সরাসরি কোনও রাজনৈতিক দলকে আহ্বান জানাইনি বা তাদের সঙ্গে যায়নি । আমরা গান্ধী মূর্তিতেই কর্মসূচি রাখছি তাদের মিছিলে আমরা পা মেলাচ্ছি না ।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details