কলকাতা, 26 ফেব্রুয়ারি: মাসছ'য়েক আগে থেকেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ সিপিআইএম (CPIM) । এখনই পঞ্চায়েত নির্বাচনে হলে সবরকমভাবে সিপিআইএম প্রস্তুত আছে বলে বারে বারে জানাচ্ছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম নেতারা । সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের কাছে নানান আবেদনের পাশাপাশি এক গুচ্ছ প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ সিপিএমের রাজ্য কমিটি । সেই আবেদন এবং প্রস্তাবে কী রাখা হবে, তার একটি সাত পাতার খসড়া তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে ।
সূত্রের দাবি, ওই খসড়ার অন্যতম বিষয় সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করে সকলের পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হবে । যেখানে গ্রাম সংসদের মাধ্যমে সকলেরই অংশগ্রহণ থাকবে । স্থানীয় কাজ রসদকে কাজে লাগিয়ে উন্নয়নমূলক কাজ হবে । শুধুমাত্র এক নেতা বা আমলার নির্দেশেই পঞ্চায়েত পরিচালিত হবে না । এককথায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে । সিপিআইএমের অভিযোগ, বাম আমলে যে ধারণায় রাজ্যে পঞ্চায়েতে ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা 2011 সালের পর থেকে আর নেই । নষ্ট করে দেওয়া হয়েছে । এখন কে কী পেল, কী পেল না, তা নিয়েই মত্ত সকলে ।
গোটাটাই ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে বলে সিপিআইএমের দাবি। সমষ্টিগত উন্নয়ন বা কাজ হয় না। কোনওভাবেই স্থানীয় মানুষের অংশগ্রহণ বা মতামত প্রদানের অধিকার নেই । যে ধারনায় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) ।