পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ 24 পরগনায় সিপিএমের নয়া জেলা সম্পাদক ! পদত্যাগের জল্পনা ওড়ালেন শমীক - দক্ষিণ 24 পরগনা

CPIM South 24 Parganas District Committee: এই মুহূর্তে সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ী ৷ চলতি মাসেই তিনি ওই পদ ছাড়বেন বলে খবর ৷ পরবর্তী সম্পাদকের নাম নিয়ে জল্পনা চলছে ৷ তবে শমীক লাহিড়ীর দাবি, তিনি ওই পদেই থাকছেন ৷

CPIM South 24 Parganas District Committee Secretary Samik Lahiri
CPIM South 24 Parganas District Committee Secretary Samik Lahiri

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 2:50 PM IST

কলকাতা, 21 নভেম্বর: সিপিএমের সাংগঠনিকস্তরে বড় রদবদলের খবর পাওয়া যাচ্ছে ৷ সূত্রের খবর, সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক পদে শমীক লাহিড়ীকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ৷ চলতি মাসের শেষের দিকে এই পদে রদবদল হতে পারে । আগামী 25 নভেম্বর জেলা কমিটির সভাতে নতুন সম্পাদক নির্বাচন করা হতে পারে । যদিও শমীক লাহিড়ী পুরো বিষয়টি অস্বীকার করেছেন ৷

সিপিএমের একটি সূত্রের বক্তব্য, সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি তিনটি স্তরে থাকতে পারেন না । কিন্তু শমীক লাহিড়ী জেলা সম্পাদকের পাশাপাশি রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য । সেই কারণে শমীক লাহিড়ীকে দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদকের পদ ছেড়ে দিতে হবে ৷ চলতি মাসেই তিনি ইস্তফা দেবেন ৷ তার পরই নতুন কাউকে বেছে নেওয়া হবে ৷ তাছাড়া সম্প্রতি রাজ্য কমিটির বর্ধিত সভায় তাঁকে সিপিএম মুখপত্র গণশক্তির সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে । আগামী ডিসেম্বরে সেই দায়িত্ব তিনি নেবেন ।

যদিও শমীক লাহিড়ী নিজেই দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদকের পদ ছাড়ার বিষয়টি অস্বীকার করেছেন । তিনি ইটিভি ভারত-কে বলেন, ‘‘এমন কোনও খবর আমার কাছে নেই । আপনাদের কাছে থাকলে বিবৃতি দিতে পারেন । আমরা আমাদের কাগজে ছেপে দেবো ।”

কিন্তু সিপিএমের একটি সূত্র বলছে যে ইতিমধ্যেই নতুন জেলা সম্পাদকের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে পার্টির অন্দরে ৷ নতুন কাউকে নিযুক্ত করার ক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচন থেকে জেলা রাজনীতির নানাবিধ সমীকরণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে ৷ ওই জেলায় আবার যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা আসন আছে ।

সেক্ষেত্রে বারুইপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ ও জেলা কমিটির সদস্য প্রভাত চৌধুরীর মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে বলে খবর । বঙ্গ সিপিএমের প্রত্যেক জেলা সম্পাদক আবার রাজ্য কমিটির সদস্য । সেই নিয়ম অনুযায়ী রাহুল ঘোষের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশিই বলে মনে করা হচ্ছে । কারণ, তিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য । সূত্রের আরও দাবি, খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষও দক্ষিণ 24 পরগনার । তিনিও সিপিএমের রাজ্য কমিটির সদস্য । তিনি খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি হওয়ার জেলার দায়িত্ব তাঁর কাঁধে না চাপার সম্ভাবনা বেশি ।

ফলে আদৌ দক্ষিণ 24 পরগনায় সিপিএমের জেলা সম্পাদক পদে রদবদল হয়, নাকি শমীক লাহিড়ীই থেকে যান, এখন সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. ডায়মন্ড হারবারে কোনও রাজনৈতিক দলকে কর্মসূচি করতে দেওয়া হয় না : শমীক লাহিড়ী
  2. সিপিএমে আইডেন্টিটি পলিটিক্স ! মতুয়া-কুড়মি-এসসি-ওবিসিদের ভোট টানতে উদ্যোগী আলিমুদ্দিন স্ট্রিট
  3. মমতা প্রীতি নয়, বিজেপিকে আটকাতে ইন্ডিয়া জোটে সিপিএম-তৃণমূল একসঙ্গে; মন্তব্য ইয়েচুরির

ABOUT THE AUTHOR

...view details