কলকাতা, 13 জুন: জ্যোতি বসুর আদর্শকে সামনে রেখে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছে সিপিআইএম ৷ 1978 সালে রাজ্যে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন রাজ্যের প্রথম বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাঁর বার্তা ছিল, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’ কিন্তু, তাঁর তৈরি করা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে তৃণমূল শাসিত সরকার শেষ করে দিয়েছে বলে অভিযোগ বামেদের ৷ জ্যোতি বসুর উদ্দেশ্যকে ফের একবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সিপিআইএম তথা বামেরা ৷ আজ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, জ্যোতি বসু যে উদ্দেশ্য নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিলেন ৷ তা পুনর্বহাল করবেন তাঁরা ৷
সিপিআইএম এর অভিনব এই প্রচার কৌশল নিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী 8 জুলাই জ্যোতি বসুর 110তম জন্মবার্ষিকী ৷ রাজ্য নির্বাচন কমিশন ওইদিন অর্থাৎ, 8 জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে ৷ জ্যোতি বসুর নেতৃত্বে এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সাধরণ খেটে খাওয়া গরিব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ৷ সেই উদ্দেশ্যকে আরও একবার মানুষের কাছে তুলে ধরবে বাম নেতৃত্ব ৷ উল্লেখ্য, 1978 সালে জ্যোতি বসু বলেছিলেন, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’
একইভাবে চুরি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হন সেলিম ৷ তাঁর বক্তব্য, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে বা কখনও বিজেপি ছেড়ে সাধারণ মানুষ বাম দলগুলিতে যোগ দিচ্ছে ৷ আর তাই সিপিআইএম বেশ কিছু প্রচার স্লোগান তৈরি করেছে ৷ সেলিম দাবি করেছেন, সাধারণ মানুষ তৃণমূলের চুরি ও দুর্নীতি এবং বিজেপির সম্প্রদায়িকতাকে রুখতে জোটবদ্ধ হচ্ছে ৷