কলকাতা, 12 অক্টোবর : মুজাফ্ফর আহমেদ ভবনে 17টি শরিক দলের সঙ্গে বৈঠক করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মূলত বিধানসভা নির্বাচনের আগে আসন বণ্টনের বিষয়ে আলোচনা হয় ৷ ঘরোয়া আলোচনার পর কংগ্রেসের সঙ্গে বৈঠক করে বামফ্রন্ট নেতৃত্ব। উত্তর ও দক্ষিণবঙ্গে শরিক দলকে আসন্ন বিধানসভা নির্বাচনে কয়েকটি আসন দেওয়ার বিষয়টিও আজ বৈঠকে আলোচনা হয় বলেই খবর।
কোনওরকম মনোমালিন্য নয় । অতীতের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নয় । যে সমস্ত অঞ্চলে শরিক দলগুলির সংগঠন ভালো রয়েছে সেই সমস্ত এলাকায় তাদের আসন ছেড়ে দেওয়া হবে । এই পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য শরিক দলগুলিকে পরামর্শ দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। রাজ্যের সমস্ত এলাকায় গণবণ্টন ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন করার জন্যও শরিক দলগুলিকে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷
আসন বণ্টন নিয়ে শরিক দলগুলির সঙ্গে বৈঠক CPI(M)-র - শরিক দলের সঙ্গে বৈঠক CPI(M)-র
যে সমস্ত অঞ্চলে শরিক দলগুলির সংগঠন ভালো রয়েছে সেই সমস্ত এলাকায় তাদের আসন ছেড়ে দেওয়া হবে ।
![আসন বণ্টন নিয়ে শরিক দলগুলির সঙ্গে বৈঠক CPI(M)-র CPIM](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9152265-702-9152265-1602516356659.jpg)
CPIM
আজকের বৈঠক থেকে অসহায়, অসুস্থ, দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য রেড ভলান্টিয়ার টিম গঠন করে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে । আমফানে ক্ষতিগ্রস্তদের বাড়িতে সরকারি ত্রাণ না পৌঁছালেও বামেদের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার পরামর্শও দেন তিনি। বিশেষ করে রাজ্যের সবকটি জেলার পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির প্রতি শরিক দলকে নজরদারি চালাতে বলা হয়েছে। আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের মানুষের সঙ্গে দফায় দফায় জনসংযোগ বৃদ্ধি করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে আজকের বৈঠকে।