কলকাতা, 17 অক্টোবর : অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শতবর্ষ পেরিয়ে এসেছে কমিউনিস্ট পার্টি । ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠা 100 বছর পূর্ণ হল । 1920 সালে আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় । কোরোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে পালন করা হয় আজকের দিনটি । দিনটিকে স্মরণ রেখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPIM রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম, CPIM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ব্যাখ্যা করেছেন এই কঠিন পরিস্থিতিতে কীভাবে মানুষের জন্য, মানুষের সঙ্গে থেকে অশুভ শক্তির সঙ্গে মোকাবিলা করা যায় ।
কমিউনিস্ট পার্টির একশো বছর অনলাইনে - Communist Party of India
1920 সালে আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় । কোরোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে পালন করা হয় আজকের দিনটি ।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন বলেন, " 100 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে ভারতে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে, শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে লড়াই-সংগ্রামে নিবিড় ভাবে যুক্ত থাকতে হবে । জনগণের বন্ধু হয়ে তাঁদের সঙ্গে থেকে সমস্যা সমাধানের লক্ষ্যে পথ চলাই বামপন্থীদের কাজ । এই বিশ্বাস আরও বেশি দৃঢ় করতে হবে । একদিন আমাদের দেশ ভারতও শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সফল হবে ।"
CPIM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র BJP এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আক্রমণ বাড়ছে সমগ্র দেশের উপর । দেশের সরকার চালাচ্ছে যে দল তার মূল সংগঠন RSS । একটি ফ্যাসিবাদী সংগঠন এটাও সত্যি । সেই দিক থেকে BJP এমন একটা রাজনৈতিক দল যার সঙ্গে শাসক শ্রেণির অন্য দলের কোনও তুলনাই হয় না । BJP হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায় । তাঁরা অনেক বেশি আন্তর্জাতিক লগ্নিপুঁজির, সাম্রাজ্যবাদের ঘনিষ্ঠ । অনেক বেশি যুদ্ধবাজ । অতীতে হিটলার যেমন ইহুদিদেরকে মূল শত্রু বেছে নিয়েছিলেন, BJPও তেমন মুসলমান-সহ সংখ্যালঘু সম্প্রদায় ও মনুবাদী ভাবধারার মদতে দলিত, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর অংশের মানুষের উপরে নিরন্তর অত্যাচার চালাচ্ছে ।" আগামী দিনে দেশের মানুষ যোগ্য জবাব দেবে বলে মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র ।