কলকাতা, 2 জানুয়ারি: বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক কিছু করেননি, সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের (Trinamool Congress) এক কর্মসূচিতে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেই বক্তব্যের পর থেকেই রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে । মমতার দাবিকে নস্যাৎ করতে 2006 সালে বিধানসভা ভাঙচুরের ভিডিয়ো টুইট করলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । একই সঙ্গে তিনি টুইটে লিখেছেন, "সংবিধানের বই হাতে বিধানসভা ভাঙচুরে যিনি যুক্ত তিনি কি 'অশরীরী' কেউ ?"
পরে সাংবাদিক সম্মেলন করে সুজন চক্রবর্তী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করেছেন উনি বিরোধী থাকাকালীন সবসময় কনস্ট্রাক্টিভ কাজ করেছেন । কোনও ডেস্ট্রাক্টিভ কাজ করেননি । একথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না । 2020 সালের 15 ফেব্রুয়ারি আমি যে ভিডিয়ো টুইট করেছিলাম, তা আবারও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে স্মরণ করালাম সেদিনের ঘটনা ।"
সাংবাদিকদের ভিডিয়ো দেখিয়ে সুজন চক্রবর্তী বলতে থাকেন, "ভিডিয়োতে দেখুন সেদিন সংবিধানকে উলটো করে ধরে কীভাবে ভাঙচুর চালানো হচ্ছে । তার অন্যান্য সঙ্গীরাও বা কীভাবে চালাচ্ছে । তাহলে কি এই ভিডিয়ো ভুল ?"
ভিডিয়ো রিটুইট করার পাশাপাশি সুজন লেখেন, "মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন যে বিরোধী থাকাকালীন উনি কখনোই ডেস্ট্রাক্টিভ কোনও কিছু করেননি । সীমাহীন অসততার এতো আর এক নিদর্শন ! সংবিধানের বই হাতে বিধানসভা ভাঙচুরে যিনি যুক্ত তিনি কি 'অশরীরী' কেউ ?’’