পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Communist Party Foundation Day: ভারতে কমিউনিস্ট পার্টির ‘আসল’ প্রতিষ্ঠা দিবস পালনে কলকাতায় কারাত - CPIM Leader Prakash Karat

CPIM Programme on Communist Party Foundation Day: 1920 সালের 17 অক্টোবর তাসখন্দে মাত্র সাতজন নেতার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় বলে সিপিএমের দাবি । এই দিনটিকেই ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে সিপিএম ৷ সেই কারণে মঙ্গলবার এক আলোচনা সভায় যোগ দিতে কলকাতায় আসেন প্রকাশ কারাত ৷

CPIM Leader Prakash Karat
CPIM Leader Prakash Karat

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:05 PM IST

কলকাতা, 17 অক্টোবর: ভারতে কমিউনিস্ট পার্টির 104তম প্রতিষ্ঠা দিবস আজ, মঙ্গলবার । এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন বিকেলে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে সাধারণ সভার আয়োজন করা হয়েছে সিপিএমের তরফে । সিপিএমের প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট 'কমিউনিস্ট ইশতেহার-এর বছর ১৭৫ ও বর্তমান সময়' শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে । সেখানে সিপিএমের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সভায় বক্তব্য রাখবেন । আলোচনা সভার সভাপতিত্ব করবেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু ।

আলোচনার পাশাপাশি প্রকাশ কারাত মার্কসবাদী পথ পত্রিকার আর্কাইভের উদ্বোধন করবেন । রাজ্য তো বটেই দেশের সর্বত্র সিপিএম পার্টি অফিসগুলোতে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন পার্টি কর্মীরা । ভারতের কমিউনিস্ট আন্দোলনের ‘গৌরবময়’ ইতিহাসও আলোচিত হবে ।

সিপিএম নেতাদের দাবি, তাসখন্দে মাত্র সাতজন নেতার উদ্যোগে 1920 সালের 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় । প্রতিষ্ঠার পর থেকেই পার্টি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । পার্টি সংগঠনে ধীরে ধীরে ভারতে বিভিন্ন কমিউনিস্ট ব্যক্তি ও গোষ্ঠী একত্রিত হয় । ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থার যথেষ্ট ভূমিকা রয়েছে বলেও বাম নেতারা দাবি করেন ৷

তাঁদের মতে, 1921 সালে আমেদাবাদে বামপন্থীরা প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি করেছিলেন বলেও বিভিন্ন পত্রপত্রিকায় থেকে জানা যায় । ভারতে কমিউনিস্ট পার্টি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শ্রমিক কৃষকদের সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে তৎপর হয়েছিল । এর ফলে, ক্রমশ ব্রিটিশ শাসকরা হিংস্র হয়ে ওঠে । ঠিক তেমনই কৃষক শ্রমিকদের আন্দোলনও জোরদার হয় বলেও দাবি করা হয় ।

সিপিএমের এক পলিটব্যুরো সদস্য বলেন, "বামেদের গৌরবোজ্জ্বল লড়াকু ঐতিহ্য ও ভূমিকা নিয়েই এখনও সিপিএম ভারতের ধর্মনিরপেক্ষতা, সাংবিধানিক কাঠামো এবং সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারগুলি রক্ষার সংগ্রামে লিপ্ত রয়েছে । দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে উগ্র দক্ষিণপন্থার দাপাদাপি দেখা যাচ্ছে । ফলে, কমিউনিস্ট ইশতেহারের আলোকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোচনা গুরুত্বপূর্ণ । কারণ, দেশের সংবিধান তৈরির ক্ষেত্রেও কমিউনিস্টদের সংগ্রামের ভূমিকা রয়েছে । যা আজ আক্রমণের মুখে । ফলে, সেই সংবিধান রক্ষার সংগ্রামেও কোনও দুর্বলতা না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পার্টি ।"

যদিও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তৈরি হয় 1924 সালে ৷ স্বাধীনতার পর 1964 সালে সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয় ৷ কিন্তু সিপিএমের দাবি, 1920 সালে যে উদ্দেশ্যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়, সেই ধারা অব্যাহত রেখেছে একমাত্র সীতারাম ইয়েচুরিদের দলই ৷ তাই এ দিনের অনুষ্ঠান আয়োজন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:ধর্ম মানেন অনেকেই! দলীয় রিপোর্ট ঘিরে তরজা সিপিএমে

ABOUT THE AUTHOR

...view details