কলকাতা, 25 এপ্রিল: প্রয়াত প্রবীণ বাম নেতা মৃদুল দে ৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 76 বছর ৷ দলের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য মৃদুল দে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ বিগত কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল ৷ এদিন রাজারহাট নিউটাউনে সিএনসিআই-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ৷ তাঁর পরিবারে তাঁর স্ত্রী, একমাত্র পুত্র বর্তমান ৷
প্রবীণ সিপিএম নেতা মৃদুল দে সাংবাদিক, বিশিষ্ট প্রাবন্ধিক হিসেবেও পরিচিত ছিলেন ৷ তিনি সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্যও ছিলেন ৷ বর্তমানে পার্টির রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য পদে আসীন ছিলেন ৷ সুবক্তা মৃদুল দে আমৃত্যু গণশক্তি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিএম রাজ্যসম্পাদক মহম্মদ সেলিম ৷ আজ মঙ্গলবার সিপিআইএম নেতৃবৃন্দ তাঁর শেষকৃত্য সম্পন্ন করবে বলে জানা গিয়েছে ৷ রাজ্য সিপিএম-এর টুইটার হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে জানানো হয়েছে, "প্রবীণ সিপিআই(এম) নেতা, বিশিষ্ট প্রাবন্ধিক, সাংবাদিক, পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য কমরেড মৃদুল দে লাল সেলাম ৷ কমরেড মৃদুল দে অমর রহে ৷"
দেশের স্বাধীনতার আগে অবিভক্ত ভারতের চট্টগ্রামের আলমপুর গ্রামে 1947 সালে 9 জুন মৃদুল দে জন্মগ্রহণ করেন ৷ তাঁর বাবা ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা ডঃ যোগেশ চন্দ্র দে ৷ স্কুলের পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন গোবরডাঙা হিন্দু কলেজ থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন মৃদুল দে ৷ এরপর 1968 সালে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় এমএসসি-তে ভরতি হন ৷ আর সেখানে গিয়ে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি ৷ ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক ইস্যুতে লিফলেট বিলি, দেওয়াল লিখন, পোস্টার লেখার মতো কাজও তিনি করেছেন ৷
সাতের দশকের শুরুতে শিলিগুড়িতে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকা পালন করেছিলেন মৃদুল দে ৷ 1971 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় একদিন রাতে শিলিগুড়ি সিপিআইএম পুরনো দফতরে ছিলেন তিনি ৷ সে সময় পুলিশ পার্টি দফতরে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাঁকে ৷ প্রায় এক মাস জেলে ছিলেন মৃদুল দে ৷ তখন তাঁর পদার্থবিদ্যা পড়াশোনার নোট দেখে পুলিশ অভিযোগ করেছিল, এগুলো সব বোমা বানানোর ফরমুলা ৷ পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান ৷
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা মদন ঘোষ