কলকাতা, 30 সেপ্টেম্বর : মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা করলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম । এক বিবৃতিতে তিনি রাজ্য সরকারকে ধিক্কার জানিয়েছেন ।
এদিন ওয়েস্টবেঙ্গল রেকগনাইজ অ্যান্ড এন এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে পুলিশের নির্মম অত্যাচারের ধিক্কার জানিয়ে মহম্মদ সেলিম দাবি করেন, "মুখ্যমন্ত্রীর দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবেন বলেছিলেন । দশ হাজার তো দূরের কথা, 235 টি অনুমোদিত মাদ্রাসায় দীর্ঘ 9 বছর মিড ডে মিল বন্ধ । শিক্ষক-শিক্ষিকাদের বেতন নেই । প্রতি বছর ভোটের সময় মিথ্যে প্রতিশ্রুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট মিটে গেলেই ভুলে যান সংখ্যালঘু শিক্ষালয়ের শিক্ষক শিক্ষিকাদের কথা ।"
উল্লেখ্য, এদিন প্রতিবাদকারী শিক্ষক-শিক্ষিকারা গান্ধি মূর্তির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে । পরে তাঁদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পরেই একদলীয় বিবৃতিতে মহম্মদ সেলিম বলেন, " মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের । রাজ্য সরকারের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষায় বঞ্চনা মূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের মানুষ । অবিলম্বে মুখ্যমন্ত্রীকে সমগ্র বিষয়টি নিয়ে বিবৃতি দিতে হবে ।"
পুজো কমিটির প্রতি মুখ্যমন্ত্রীর দরাজহাত, পুরোহিত এবং মুয়াজ্জিনদের আর্থিক সাহায্য করবেন তিনি অথচ শিক্ষিত বেকাররা যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের সহায়তা পাবে না এই বৈষম্যের নিদর্শন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি । এই সকল সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ নয় বছর ধরে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ । তাঁদের বেতনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে ।