কলকাতা, 14 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচি নিয়ে তৃণমূল (Trinamool Congress) নেতারা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন । কোথাও গিয়ে সাধারণ মানুষের বাধার সম্মুখীন হচ্ছেন, তো কোথাও আবার জনসাধারণের সঙ্গে খেতে বসে না খেয়ে উঠে যাচ্ছেন । পড়ে থাকছে থালা ভর্তি খাবার । এদিকে শনিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনে একজনকে চড় মারেন এক তৃণমূল নেতা (Slapping BJP Leader by TMC Worker) । যা নিয়ে শনিবার বেলা থেকেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে । এই গোটা বিষয়টা নিয়েই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (CPIM Leader Biman Basu) । রাজ্যে চড়-থাপ্পড়ের সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল বলেই তিনি মনে করেন ।
শনিবার সিপিএমের ছাত্র সংগঠনের উদ্যোগে তিন প্রয়াত নেতার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল মৌলালী যুব কেন্দ্র । যুব কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিমান বসু । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এরকম হচ্ছে কেন ? মানুষের খেয়ে কাজ নেই ? বলা হচ্ছে সকলের কথা শুনবে । মানুষের বাড়িতে গিয়ে খাবে । সবাই বাড়িতে গিয়ে থাকবে । কিন্তু, দেখা যাচ্ছে যে খেতে বসলে খাচ্ছে না । উঠে যাচ্ছে । কথা বললে শুনছে না । চড়-থাপ্পড় মারছে । চড় থাপ্পড়ের কালচার (সংস্কৃতি) নিয়ে থাকবে, যাঁরা এটা তৈরি করেছেন ।"
এদিকে প্রায় দেড় বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে বিক্ষোভ আন্দোলন ধরপাকর চলছে । নেতা-মন্ত্রী-আধিকারিকরা গ্রেফতার হয়েছেন । তারপরও এখনও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি চালু আছে রাজ্যে । প্রায়ই দিনই সংবাদ মাধ্যমে বিভিন্ন জেলার এরকম ঘটনা উঠে আসছে । এ প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন বিমান বসু ।