কলকাতা, 20 মে: সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে সকাল থেকে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে । এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করেছেন।
বিমান বসুর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুরি ও দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, তা আগেই অনুমান করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এই কারণেই নজর ঘোরাতে তথাকথিত নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তিনি আরও বলেন, "বাঁকুড়াতে আমি গিয়েছিলাম । শুনলাম, বাঁকুড়ায় যে গাড়ির মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে 103টি গাড়ি ছিল । সব মিলিয়ে 103টি গাড়ি ছিল, তা কেউ কেউ গুনেছেন । এতগুলো গাড়ি তো প্রধানমন্ত্রীর কোনও অনুষ্ঠানে থাকে না । রাষ্ট্রপতির কোনও প্রোগ্রামে থাকে না । মুখ্যমন্ত্রীর সময় তো থাকেই না । আর যে কারণেই এই এতগুলো গাড়ি ছিল, সেই কারণে সেই দেমাগে নানারকম মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু যত বড় নেতা, তার মাপ বুঝে কথা বলা উচিত ।"