কলকাতা, 13 অগস্ট : বিজেমূল শব্দটি প্রচারে ব্যবহার, কার অনুমতিতে করা হয়েছিল ? তা জানতে চেয়ে বঙ্গ সিপিএমকে কার্যত তুলোধোনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । পার্টির শীর্ষনেতার তোপের মুখে পড়ে সিপিএম রাজ্য কমিটি স্বীকার করে নেয়, বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেমূল স্লোগান দেওয়া ভুল হয়েছিল । যা চটকদার মনে হলেও সাধারণ মানুষ এই শব্দকে ভালোভাবে নেয়নি বলেই মনে করছে আলিমুদ্দিনের শীর্ষনেতারা ।
পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির এই রুদ্রমূর্তি দেখে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন এই রাজ্যের নেতারা । বিজেমূল শব্দ ব্যবহার ভুল হয়েছিল তা বৈঠকের শুরুতে একাধিকবার স্বীকার করে নেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে দেখানোর চেষ্টা ভুল ছিল বলে স্বীকার করে নেন তিনি । এদিকে, রাজ্য কমিটির প্রথমদিনের বৈঠকে কেন্দ্রীয় কমিটির পথ অনুসরণ করে রাজ্য এবং এরিয়া কমিটির সদস্যদের বয়সের গণ্ডি টেনে দেয় আলিমুদ্দিন । যা নিয়ে বৈঠকে তোলপাড় হয় । বাংলার নির্বাচনে ভরাডুবির পরে সংগঠনের নেতৃত্বে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব । রাজ্য কমিটিতে 70 এবং এরিয়া কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা 65 বছর করার কথা ঘোষণা করেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।