পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম - CPIM finds new faces

CPIM finds new faces: শূন্যের গেরো কাটাতে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করার জন্য নতুন মুখ খুঁজছে সিপিএম ৷ রাজ্য কমিটির বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কী বলেছেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

CPIM finds new faces
নতুন মুখ খুঁজছে সিপিএম

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 12:19 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর:আসন্ন লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, গত 27 এবং 28 ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জেলা নেতাদের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী খোঁজার বার্তা দিয়েছেন । মূলত, নতুন মুখ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

শুধু নতুন মুখ নয়, এলাকায় যার পরিচিতি ভালো, যিনি মানুষের সঙ্গে মিশতে পারেন, মানুষের সেবায় মানুষের সমস্যার পাশে দাঁড়ান, সে রকম মানুষকে খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকি যিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন, বরং যেখানে দুর্নীতি বা অসামাজিক কার্যকলাপ হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, এ রকম ব্যক্তিকেই খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে ।

ইতিমধ্যে নতুন প্রজন্মের চেনা মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে বর্ধমান পূর্ব, দীপ্সিতা ধরকে হাওড়া, সৃজন ভট্টাচার্যকে হুগলি, সায়নদ্বীপ মিত্রকে দমদম, শতরূপ ঘোষকে যাদবপুর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রতিকুর রহমানকে দাঁড় করানো হতে পারে বলে শোনা যাচ্ছে । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সংসদে সাধারণ মানুষের জন্য কোনও কথা বলা হচ্ছে না । সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অবিচার-অন্যায়ের বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলই কোনও সুর চড়াচ্ছেন না । কৃষক শ্রমিকের কথা কেউ বলছেন না । সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে যাঁরা কথা বলবেন, কাজ করবেন, সে রকম মানুষকে বেছে নিতে হবে । যাঁরা কর্পোরেটের স্বার্থে কাজ করবেন না তা না ৷"

2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একটিও আসন না পাওয়া সিপিএম আদৌ 2024 সালে কোনও দাগ কাটতে পারবে কি না সেই সংশয় থাকছে । কারণ, 2019 লোকসভার পর 2021 সালের বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, প্রতিকুর রহমানের মতো একাধিক ছাত্র ও যুব আন্দোলনের নেতৃত্বকে প্রার্থী করা হয়েছিল । কিন্তু, তাঁরা কেউই রাজ্য বিধানসভায় এন্ট্রি নিতে পারেনি । ফলে নতুন করে আবারও নতুন মুখ নিয়ে এসে আদৌ লোকসভায় এন্ট্রি করানো যাবে কি না, সে বিষয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে ।

যদিও সিপিএম নেতৃত্বের একাংশের যুক্তি, আগামী 7 জানুয়ারি ইনসাফ ব্রিগেডের সমর্থনে রাজ্যজুড়ে যে পদযাত্রা হয়েছে তাতে যুব সমাজের একটা বিরাট অংশের যোগদান লক্ষ্য করা গিয়েছে । মীনাক্ষী মুখোপাধ্যায়দের সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর 24 পরগনার মতো জেলাগুলিতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পা মিলিয়েছেন । ফলে তাঁরা কিছুটা হলেও আশা জোগাচ্ছেন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোটের রণকৌশল নিয়ে প্রশ্ন তুললেন মানিক সরকার
  2. 'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের
  3. লোকসভায় আসন বণ্টন আলোচনায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, দাবি এআইসিসি'র

ABOUT THE AUTHOR

...view details