কলকাতা, 31 ডিসেম্বর:আসন্ন লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে সিপিএম । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, গত 27 এবং 28 ডিসেম্বর রাজ্য কমিটির বৈঠকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জেলা নেতাদের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী খোঁজার বার্তা দিয়েছেন । মূলত, নতুন মুখ বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
শুধু নতুন মুখ নয়, এলাকায় যার পরিচিতি ভালো, যিনি মানুষের সঙ্গে মিশতে পারেন, মানুষের সেবায় মানুষের সমস্যার পাশে দাঁড়ান, সে রকম মানুষকে খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকি যিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন, বরং যেখানে দুর্নীতি বা অসামাজিক কার্যকলাপ হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, এ রকম ব্যক্তিকেই খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে ।
ইতিমধ্যে নতুন প্রজন্মের চেনা মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে বর্ধমান পূর্ব, দীপ্সিতা ধরকে হাওড়া, সৃজন ভট্টাচার্যকে হুগলি, সায়নদ্বীপ মিত্রকে দমদম, শতরূপ ঘোষকে যাদবপুর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রতিকুর রহমানকে দাঁড় করানো হতে পারে বলে শোনা যাচ্ছে । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "সংসদে সাধারণ মানুষের জন্য কোনও কথা বলা হচ্ছে না । সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অবিচার-অন্যায়ের বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলই কোনও সুর চড়াচ্ছেন না । কৃষক শ্রমিকের কথা কেউ বলছেন না । সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে যাঁরা কথা বলবেন, কাজ করবেন, সে রকম মানুষকে বেছে নিতে হবে । যাঁরা কর্পোরেটের স্বার্থে কাজ করবেন না তা না ৷"