পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনামূল্যের সবজি বাজার কালীঘাটে - কালীঘাটে সবজি বাজার

লকডাউনে রুজি নেই বহু মানুষের। এরকম দুস্থ মানুষদের পাশে দাঁড়াল CPI(M)। দলের তরফে মহম্মদ সেলিম সবজি বিতরণ করেন।

kalighat
কালীঘাট

By

Published : Jun 1, 2020, 6:05 AM IST

কলকাতা, 1 জুন : দীর্ঘ লকডাউনে কর্মচ্যুত হয়েছেন বহু মানুষ । রুটিরুজি হারিয়ে দু'বেলা বাজার করার সামর্থ্য নেই অনেকের । তাঁদের কথা মাথায় রেখে দলের পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের 83 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীঘাট এলাকায় গতকাল বিনামূল্যের বাজার বসায় CPI(M)। সেই বাজার দিনভর চলার পর রাতেও বসে। গরিব মানুষকে বিনামূল্যে আলু, উচ্ছে, পটল, ঢ্যাঁড়শ, লেবু তুলে দেওয়া হয়।

এলাকার প্রায় 150 জন দুস্থ মানুষ বিনামূল্যের সবজি নিয়েছেন। CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম এলাকার দুস্থদের হাতে সবজি তুলে দেন। কালীঘাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, ভবানীপুর এবং হাজরা অঞ্চলের বহু দুস্থকে সবজি তুলে দেওয়া হয়েছে।

মহম্মদ সেলিম বলেন, "রাজ্যে কর্মসংস্থান বিরল। অগ্নিমূল্য বাজার। গরিব মানুষের কেনার সামর্থ্য নেই। সরকার সিন্ডিকেট করতে ব্যস্ত। সাধারণ মানুষের দিকে নজর দেওয়ার সময় নেই তাদের। রেশন থেকে চাল চুরি করছে শাসক দলের নেতারা। গরিব মানুষের চাল নিয়ে কালোবাজারি করছে। অপরিকল্পিত লকডাউনে গৃহবন্দী মানুষ কীভাবে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবে সেদিকে নজর নেই সরকারের। তাই গরিব মানুষের জন্য এই বিনামূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details