কলকাতা, 1 নভেম্বর: আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে দিল্লিতে দেশের সমস্ত কৃষক ও শ্রমিকদের নিয়ে বড় কর্মসূচির পরিকল্পনা নিল সিপিএম (CPIM) । গত তিনদিন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) বৈঠক হয় । সেই বৈঠকেই আগামীর পরিকল্পনা-সহ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো রাজ্যে কীভাবে সিপিএমের হাল ফেরানো যায়, তার প্রাথমিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে । ক্ষমতাচ্যূত দুই রাজ্যের সিপিএম তথা বামেদের বর্তমান অবস্থান কী রয়েছে, তারও তথ্য তুলে ধরা হয় । তিনদিনের দীর্ঘ আলোচনায় একাধিক খামতি ও খামতি পূরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ঠিক তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরোয়া না করে কেন্দ্রীয় সরকার নানারকম কাজ করে চলেছে বলেও অভিযোগ তোলা হয় ।
সূত্রের খবর, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বলেছেন, ‘‘আরএসএস (RSS) - বিজেপির (BJP) মনোভাব দেশের গণতন্ত্র সংবিধান ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী । তাই কেন্দ্রের বিজেপি সরকারকে অপসারণ করাই এখন একমাত্র লক্ষ্য সেক্ষেত্রে সমস্ত বিজেপি বিরোধী ঐক্যকে এক ছাতার তলায় নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে দীর্ঘ লড়াই আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা উচিত ৷ সেই লক্ষ্যেই সিপিএম তথা বামপন্থীরা এগিয়ে আসবে ৷’’ সেই ঐক্য গঠনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করবেন ইয়েচুরি নিজেই ।