কলকাতা, 8 এপ্রিল: ফেসবুক, টুইটারের মতো সোশাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি ৷ কোথাও আবার সুন্দর করে মিথ্যা খবর উপস্থাপন করার অভিযোগ ৷ বহুক্ষেত্রে ভুয়ো জেনেও তা গোগ্রাসে গিলছেন নাগরিকরা ৷ তাই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নজরদারির প্রয়োজনীয়তা অনুভব করছে কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে কেন্দ্রকে নিয়ে পোস্টের বিষয়বস্তু সেন্সর করা হবে ৷ যার দায়িত্ব দেওয়া হয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোকে ৷ তার জন্য সংশোধনী আনা হয়েছে তথ্যপ্রযুক্তি আইনেও ৷ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল সিপিআইএম পলিটব্যুরো ৷
সিপিআইএম পলিটব্যুরো অভিযোগ করেছে, মোদি সরকারের আইটি আইনের সংশোধনী বিধি বাকস্বাধীনতার উপর সরাসরি আক্রমণ ৷ এমনকি একে গণতন্ত্রবিরোধী ও গ্রহণযোগ্য নয় ৷ এই সংশোধনীকে বিপজ্জনক নজির আখ্যা দিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, "গণতন্ত্রে সেন্সরশিপের কোনও স্থান নেই ৷ এই সংশোধনী বাতিল করতে হবে ৷"
কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক 2021 সালে তথ্যপ্রযুক্তি আইনে সংশোধনী এনেছে ৷ সেই সংশোধনী অনুযায়ী পিআইবি অনলাইন সংবাদে কোনটি ভুয়ো, অসত্য ও বিভ্রান্তিকর তা চিহ্নিত করবে ৷ আর ভুয়ো, অসত্য, বিভ্রান্তিকর তা চিহ্নিত হলে সেই তথ্য তুলে নিতে হবে ৷ ফেসবুক, টুইটারের মতো সোশাল মিডিয়া ছাড়াও, এরকম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাও সংশোধিত আইনে আপত্তিকর পোস্ট তুলে নিতে বাধ্য থাকবে ৷ যার তীব্র বিরোধিতা করছে সিপিআইএম ৷ আইটি বিধি সংশোধন প্রত্যাহারের দাবি জানিয়ে পলিটব্যুরো বিবৃতিও জারি করেছে ৷