কলকাতা, 17 ডিসেম্বর : ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে আবারও রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধিদল ৷ কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC Election 2021) সব ক’টি বুথে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় বামেরা ৷
এ নিয়ে সিপিআইএম নেতা রবীন দেব বলেন, বিধানসভা নির্বাচনের মতো পৌর নির্বাচনেও প্রিসাইডিং অফিসারদের যে প্রশিক্ষণ হয়েছে (CPIM Demands for Ward Wise polling agents) ৷ সেখানে বিভ্রান্তিকর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ৷ তাঁর অভিযোগ পুলিশের সঙ্গে সহযোগিতায় শাসক দল অরাজকতার পরিবেশ তৈরি করছে, তাতে রাজ্য নির্বাচন কমিশন চুপ করে রয়েছে ৷ কমিশন শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন রবীন দেব ৷ বিশেষ করে 101, 103, 106, 111 ও 114 নং ওয়ার্ডের কথা উল্লেখ করেন প্রবীণ এই সিপিএম নেতা ৷ তিনি বলেন, এই ওয়ার্ডগুলিতে তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মীরা ৷ কিন্তু, পুলিশের কাছে গেলে তাঁরা সুবিচার পাচ্ছেন না বলে অভিযোগ রবীন দেবের ৷