পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 17, 2021, 9:20 AM IST

ETV Bharat / state

KMC Election 2021 : ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে ফের রাজ্য নির্বাচন কমিশনে বামেরা

শান্তিপূর্ণ নির্বাচন এবং ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে (CPIM Demands for Ward Wise polling agents) বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বাম প্রতিনিধি দল ৷ এই প্রতিনিধি দলের তরফে সিপিআইএম নেতা রবীন দেব অভিযোগ করেন, তৃণমূল বিশেষ কয়েকটি ওয়ার্ডে বিরোধী দলগুলির কর্মীদের উপর অত্যাচার করছে (KMC Election 2021) ৷ কিন্তু, প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷

KMC Election 2021
KMC Election 2021

কলকাতা, 17 ডিসেম্বর : ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে আবারও রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধিদল ৷ কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC Election 2021) সব ক’টি বুথে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় বামেরা ৷

এ নিয়ে সিপিআইএম নেতা রবীন দেব বলেন, বিধানসভা নির্বাচনের মতো পৌর নির্বাচনেও প্রিসাইডিং অফিসারদের যে প্রশিক্ষণ হয়েছে (CPIM Demands for Ward Wise polling agents) ৷ সেখানে বিভ্রান্তিকর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ৷ তাঁর অভিযোগ পুলিশের সঙ্গে সহযোগিতায় শাসক দল অরাজকতার পরিবেশ তৈরি করছে, তাতে রাজ্য নির্বাচন কমিশন চুপ করে রয়েছে ৷ কমিশন শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন রবীন দেব ৷ বিশেষ করে 101, 103, 106, 111 ও 114 নং ওয়ার্ডের কথা উল্লেখ করেন প্রবীণ এই সিপিএম নেতা ৷ তিনি বলেন, এই ওয়ার্ডগুলিতে তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের কর্মীরা ৷ কিন্তু, পুলিশের কাছে গেলে তাঁরা সুবিচার পাচ্ছেন না বলে অভিযোগ রবীন দেবের ৷

ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টের দাবিতে ফের রাজ্য নির্বাচন কমিশনে বামেরা

আরও পড়ুন : KMC Election 2021 : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ কমিশনের

এ দিন কমিশনে গিয়ে বাইক বাহিনী নিয়েও সরব হন রবীন দেব ৷ বাইক বাহিনীর উপদ্রব বন্ধ করার দাবি জানান তিনি ৷ পাশাপাশি শুক্রবার বিকেলের পর থেকে যাতে সবরকম বাইক বাহিনীর গতিবিধি বন্ধ করা, বহিরাগতদের প্রবেশ বন্ধ করা এবং হোটেল-রেস্তোরাঁ বন্ধ করার আবেদন করেন রবীন দেব ৷ তাঁর বলেন, মুখে বললেও এই কাজগুলি প্রকৃত অর্থে হচ্ছে কিনা, এ বিষয়ে কমিশনকে সচেতন হতে হবে ৷ এ নিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগানোর কথাও বলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details