পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC election 2021 : সুব্রত মুখোপাধ্যয়ের বোনের প্রচারের ফ্লেক্স, ব্যানার ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল

হোডিং, ফ্লেক্স ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ তুলে এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যয়ের বোন তনিমা চট্টোপাধ্যায় । একই অভিযোগ করেছে বাম, কংগ্রেস এবং বিজেপিও (flex banner of CPIM, Congress and BJP allegedly torn down by tmc in Kolkata) ।

flex banner allegedly torn down by tmc in kolkata
ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Dec 13, 2021, 10:41 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর :হোডিং, ফ্লেক্স ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ তুলে এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যয়ের বোন তনিমা চট্টোপাধ্যায় (flex banner of CPIM, Congress and BJP allegedly torn down by tmc in Kolkata)। অন্যদিকে একই অভিযোগে গলফ গ্রিন থানা ঘেরাও করে কংগ্রেস কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখান 94 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাহুল নস্করও । যদিও এই দুই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরাই বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ । তবে একই অভিযোগ করেছে বাম এবং বিজেপিও ।

প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যয়ের বোন তনিমা চট্টোপাধ্যায় এবার প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান পান। পরে তাঁকে সরিয়ে সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে টিকিট দেয় তৃণমূল । দলের এই সিদ্ধান্তে বেজায় চটে যান তনিমা । মনোনয়ন জমা দেন নির্দল প্রার্থী হিসাবে । তৃণমূলের তরফে তাঁকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন । জোড়াপাতা প্রতীকে এবার 68 নম্বর ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসাবে পৌর নির্বাচনে লড়াইয়ে শামিল হয়েছেন তিনি । সেইমতো বিভিন্ন জায়গায় লাগানো হয় ব্যানার । কিন্তু সোমবার তিনি অভিযোগ করেন, তাঁর সমর্থনে লাগানো সেই সমস্ত ফ্লেক্স এবং ছিঁড়ে ফেলে দিচ্ছে তৃণমূল৷ এই নিয়ে থানায় অভিযোগ করতে গেলে তাকে দুর্ব্যবহারের শিকার হতে হয় বলেও দাবি করেন তনিমা ।

হোডিং, ফ্লেক্স ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : পুরনো কলকাতার ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে : কাঞ্চনা

অভিযোগ প্রসঙ্গে ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রাক্তন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনের অবজারভার আছেন বিভিন্ন জায়গায় । তাঁরা সমস্তটা দেখছেন । তাঁরাই উত্তর দেবেন ।" অন্যদিকে 94 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাহুল নস্করও তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে পুলিশের কাছে । তবে এবিষয়ে শাসক দলের প্রার্থী সন্দীপ নন্দী মজুমদার জানান, "এমন কোনও ঘটনা ঘটেনি। যে যে জায়গায় যেমন ফ্লেক্স, ব্যানার লাগিয়েছে কংগ্রেস, তেমনটাই আছে। ওনাদের যদি কোনও অসুবিধা হয় তাহলে আমি দাঁড়িয়ে থেকে লাগিয়ে দেব । কেউ তাঁদের ব্যানার-পোস্টার পতাকা ছিঁড়ে ফেলেননি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details