কলকাতা, 16 অক্টোবর : দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের । তিনি বলেন, "রাজ্য সরকার যেভাবে দুর্গাপুজো করার জন্য সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছে, তাতে মনে হচ্ছে এ রাজ্য থেকে কোরোনা বিদায় নিয়েছে । চিকিৎসকদের পক্ষ থেকে এই সময়োপযোগী সতর্কবার্তাকে সমর্থন করা উচিৎ । শারোদৎসব যেন শোকের কারণ না হয়ে ওঠে । রাজ্য সরকার মানুষকে সতর্ক করার পরিবর্তে বিপদের দিকে ঠেলে দেওয়া দিচ্ছে ।"
এছাড়াও তাঁর অভিযোগ, সাধারণ মানুষের রুটিরুজি যোগানের কোনও বন্দোবস্ত করেনি রাজ্য সরকার । কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অন্যতম পরিবহণ রেল পরিষেবা এখনও চালু করার জন্য কোনও উদ্যোগ নেয়নি রাজ্য সরকার । অথচ সিনেমা হল, মেট্রোরেল, শপিং মল, বাজার দোকান সব খুলে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি ।