কলকাতা, 8 মার্চ : পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য সরব রাজ্যের বাম এবং কংগ্রেস । কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর মতে, সব কিছু বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । দেশের মানুষের জন্য লবডঙ্কা ছাড়া কিছুই নেই ।
রান্নার গ্যাসের নিয়মিত মূল্যবৃদ্ধি এবং ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পড়ায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ । বহরমপুরের বিধায়ক তথা কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী জানান, এবার কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের হাতে কাঁচকলা ধরিয়ে দেবে । আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কমলেও রান্নার গ্যাসের দাম গত ছয় বছরে দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গিয়েছে । তাঁর কথায়, 15 লাখ টাকা করে দেশের মানুষের অ্যাকাউন্টে পড়েনি । অথচ আচ্ছে দিনের মিথ্যে কথা বলে প্রধানমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করেছেন ।