পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salim on TMCs Corruption: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশের প্রধান বিচারপতির কাছে 1 কোটি সই পাঠাবে সিপিএম - সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বরাবরই সরব সিপিএম ৷ এবার এই ইস্য়ুতে সই সংগ্রহ অভিযানে নামছে সিপিএম ৷ সেই অভিযান থেকে এক কোটি সই সংগ্রহ করে দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Salim on TMCs Corruption
Salim on TMCs Corruption

By

Published : May 3, 2023, 8:24 PM IST

কলকাতা, 3 মে: তৃণমূলের বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ আছে, তার প্রতিটির সঠিক ও দ্রুত তদন্ত চাইছে সিপিএমের বঙ্গ ব্রিগেড । এই বিষয়টি তাঁরা দেশের প্রধান বিচারপতির নজরেও আনতে চাইছে । ঠিক সেই কারণেই তৃণমূলের বিরুদ্ধে সঠিক তদন্ত চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে 1 কোটি সাক্ষর পাঠাবে সিপিএম । বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকের পর একথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

এদিন তিনি বলেন, "দুর্নীতি সর্বব্যাপী, সর্বগ্রাসী আকার ধারণ করেছে। সব নিয়োগেই দুর্নীতি । এখন কোটি কোটি টাকা খরচ করছে তদন্ত আটকাতে । সিআইডিকে অপদার্থ প্রমাণ করছে । যখনই অভিযোগ হয় তখনই পালটা মামলা করছে পুলিশ । সাংসদ দেবের ভাই অভিযোগ করেছে । বিধায়ক শিউলি সাহা তাঁর বিরুদ্ধে মামলা করেছে । পুলিশ নির্লজ্জের মতো দলদাসের মতো কাজ করে যাচ্ছে । স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । সরকারি শিক্ষা ব্যবস্থা উপর খাঁড়া নামিয়ে আনা হচ্ছে । মে মাস ব্যাপী আমরা মানুষের কাছে যাব । এক কোটি সই সংগ্রহ করব । প্রধান বিচারপতির কাছে পাঠাব । সব ভাষায় লেখা ছাপাবো ।"

সেলিমের কথায়, "আমরা 1 কোটি সাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়েছি । কিন্তু আমার ধারণা দেড় দু’কোটি সাক্ষর হয়ে যাবে । কারণ, এ রাজ্যের মানুষ ন্যায় আদায় করে ছাড়বে । ন্যায় শাসন প্রতিষ্ঠা করে ছাড়বে । আর এই ভয়ে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে । এখন প্রশাসন দিয়ে ভোট পেছানো হচ্ছে । তাই, আমরা বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও, পঞ্চাযেত ভোটের তারিখ দাও ।"

এছাড়াও এ দিন আরও একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷ তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে কটাক্ষ শোনা যায় তাঁর গলায় ৷ একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি মোমের পুতুল বলেও কটাক্ষ করেন ৷ তৃণমূল ও বিজেপির মধ্যে বোঝাপড়ার অভিযোগ তুলে আবার সরব হন সেলিম ৷

আরও পড়ুন:মোমের পুতুল গলে যেতেই পিসি যাচ্ছে, নবজোয়ার নিয়ে সেলিমের নিশানায় মমতা ও অভিষেক

ABOUT THE AUTHOR

...view details