কলকাতা, 3 মে: তৃণমূলের বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ আছে, তার প্রতিটির সঠিক ও দ্রুত তদন্ত চাইছে সিপিএমের বঙ্গ ব্রিগেড । এই বিষয়টি তাঁরা দেশের প্রধান বিচারপতির নজরেও আনতে চাইছে । ঠিক সেই কারণেই তৃণমূলের বিরুদ্ধে সঠিক তদন্ত চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে 1 কোটি সাক্ষর পাঠাবে সিপিএম । বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকের পর একথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
এদিন তিনি বলেন, "দুর্নীতি সর্বব্যাপী, সর্বগ্রাসী আকার ধারণ করেছে। সব নিয়োগেই দুর্নীতি । এখন কোটি কোটি টাকা খরচ করছে তদন্ত আটকাতে । সিআইডিকে অপদার্থ প্রমাণ করছে । যখনই অভিযোগ হয় তখনই পালটা মামলা করছে পুলিশ । সাংসদ দেবের ভাই অভিযোগ করেছে । বিধায়ক শিউলি সাহা তাঁর বিরুদ্ধে মামলা করেছে । পুলিশ নির্লজ্জের মতো দলদাসের মতো কাজ করে যাচ্ছে । স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে । সরকারি শিক্ষা ব্যবস্থা উপর খাঁড়া নামিয়ে আনা হচ্ছে । মে মাস ব্যাপী আমরা মানুষের কাছে যাব । এক কোটি সই সংগ্রহ করব । প্রধান বিচারপতির কাছে পাঠাব । সব ভাষায় লেখা ছাপাবো ।"