পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPI(M)-র সদর দপ্তরে প্রবেশাধিকারে কড়াকড়ি - CPI(M) restricted office entry

আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞার জারি । আজ জানিয়ে দিলেন বিমান বসু ।

CPI(M) office entry restricted said biman basu
CPI(M) office entry restricted said biman basu

By

Published : Jul 31, 2020, 9:59 PM IST

কলকাতা, 31 জুলাই : এবার কড়াকড়ি করা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে প্রবেশাধিকারের ক্ষেত্রে । CPI(M)-র রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবন । দলের শীর্ষস্থানীয় নেতা শ্যামল চক্রবর্তী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু এখনও ভরতি রয়েছেন হাসপাতালে । CPI(M) নেতা ফুয়াদ হালিমের অবস্থা সঙ্কটজনক ।

বহু ক্ষেত্রে নিয়মিত দলের নির্ধারিত বৈঠকের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতৃত্বরা আসতেন এখানে । CPI(M) দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, দলের রাজ্য দপ্তরে প্রবেশাধিকারে নিয়ন্ত্রণ আনা জরুরি । সংক্রমণ এড়াতেই প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার জারি করা হয়েছে ।

বিমান বসু বলেন, “শারীরিক দূরত্ব বজায় রেখেই গত তিন মাস ধরে বৈঠক হয়েছে এই ভবনে । পরিস্থিতির ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । সংক্রমণ কমলে ফের স্বাভাবিক হবে CPI(M) রাজ্য দপ্তরের অফিস ।”

মুজাফফর আহমেদ ভবনেই পাকাপাকিভাবে থাকেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রবীণ CPI(M) নেতা অসিত ভট্টাচার্য । বিভিন্ন জেলার CPI(M) নেতারাও অফিসেই থাকেন দিনের পর দিন । এক সময় বিনয় কোঙারও থাকতেন ।

ABOUT THE AUTHOR

...view details