কলকাতা, 31 জুলাই : এবার কড়াকড়ি করা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে প্রবেশাধিকারের ক্ষেত্রে । CPI(M)-র রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবন । দলের শীর্ষস্থানীয় নেতা শ্যামল চক্রবর্তী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু এখনও ভরতি রয়েছেন হাসপাতালে । CPI(M) নেতা ফুয়াদ হালিমের অবস্থা সঙ্কটজনক ।
বহু ক্ষেত্রে নিয়মিত দলের নির্ধারিত বৈঠকের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতৃত্বরা আসতেন এখানে । CPI(M) দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, দলের রাজ্য দপ্তরে প্রবেশাধিকারে নিয়ন্ত্রণ আনা জরুরি । সংক্রমণ এড়াতেই প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার জারি করা হয়েছে ।