পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল সার্ভিস কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় CPI(M) বিধায়ক - তন্ময় ভট্টাচার্য

আজ বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকার ফলে ভয়ঙ্কর সমস্যায় পড়বে চাকরিপ্রার্থীরা ।"

Tanmay Bhattacharya
তন্ময় ভট্টাচার্য

By

Published : Mar 16, 2020, 6:56 PM IST

Updated : Mar 16, 2020, 11:19 PM IST

কলকাতা, 16 মার্চ : বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে সরব হলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি সমালোচনা করে বলেন, "রাজ্য সরকারের নতুন নির্দেশিকার ফলে ভয়ঙ্কর সমস্যায় পড়বে চাকরিপ্রার্থীরা ।"

আজ বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা সংক্রান্ত আলোচনায় বিবৃতি দেন পার্থ চট্টোপাধ্যায় । বিবৃতিতে জানান, সরকারি শিক্ষাঙ্গনে প্রবেশের একমাত্র পথ পরীক্ষা । শুধু তাই নয়, এবার থেকে কম্পিউটার শিক্ষকও নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমেই । কোনও সুপারিশ বা জেলাভিত্তিক বৈঠকে নিয়োগ হবে না । পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় মেধার জন্য পরীক্ষার্থীরা যে অতিরিক্ত নম্বর পেতেন তাও বন্ধ হয়ে যাচ্ছে । পরীক্ষার ফলের ভিত্তিতেই চাকরি হবে বলে জানান তিনি ।

রাজ্য সরকারের সমালোচনায় CPI(M) বিধায়ক

শিক্ষামন্ত্রীর এই বিবৃতির পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের নতুন নির্দেশিকার সমালোচনা করেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "কোনওভাবেই এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না । রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে বিপদে পড়বে পরীক্ষার্থীরা ।"

Last Updated : Mar 16, 2020, 11:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details