কলকাতা, 30 এপ্রিল : কোরোনার তথ্য গোপন, রেশন দুর্নীতি সহ একাধিক অভিযোগে আজ পথে নামে বামেরা । বিমান বসু, সুজন চক্রবর্তীদের এই আন্দোলনকে এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা তাপস রায়। বলেন, "সংকীর্ণ রাজনীতির রাস্তায় হাঁটছেন বাংলার বাম নেতারা। যা দুর্ভাগ্যজনক।"
লকডাউনের মাঝেই আজ আবারও পথে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হলেন বাম নেতারা। কোরোনার তথ্য গোপন, রেশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বামেদের পথে নেমে আন্দোলন করা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শাসক দল ।