কলকাতা, 10 অগস্ট : শহরে ফের কবে দেওয়া হবে কোভিশিল্ড (Covishield) টিকা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । কোভিশিল্ড না থাকায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে কোভিশিল্ড টিকাকরণ । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, 11 অগস্ট পর্যন্ত মিলবে না কোভিশিল্ডের টিকা । কেন্দ্রের তুঘলকি আচরণের জন্যই রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁর । তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার পরেও কোন হেলদোল দেখা যাচ্ছে না ।
ভ্যাকসিনের সঙ্কট প্রসঙ্গে সোমবার ফিরহাদ হাকিম বলেন, "বাংলার মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন । কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না । বাংলার মানুষ আশায় আছে, কবে রাজ্যে ভ্যাকসিন আসবে । কেন্দ্রীয় সরকারের নীতির জন্য রাজ্য সরকার ভ্যাকসিন মানুষকে সাহায্য করতে পারছে না । গুজরাত, উত্তরপ্রদেশকে যথেচ্ছভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাহলে বাংলায় কেন ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ?"
ফের কবে থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের টিকা ?