পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার নতুন স্ট্রেনে সংক্রমণের আশঙ্কা, বাড়তি নজরদারি কলকাতা পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

ইতিমধ্যেই ব্রিটেন ফেরত 20 জন যাত্রীর শরীরে ভাইরাসের এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ এরপরই কলকাতায় বাড়তি নজরদারি চালাতে উদ্যোগ স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পৌরনিগমের ৷

coronavirus
coronavirus

By

Published : Dec 23, 2020, 2:31 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : নতুন স্ট্রেনের কোরোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে ব্রিটেনে ৷ লন্ডন থেকে কলকাতায় আসা 2 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের শরীরে নতুন স্ট্রেন রয়েছে কি না, তা দেখা হচ্ছে । এই পরিস্থিতিতে নড়ে বসল কলকাতা পৌরনিগম ৷ নতুন এই সংক্রমণ কলকাতায় ছড়িয়ে পরার আশঙ্কায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। মূলত ব্রিটেন থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি রাখবে কলকাতা পৌরনিগম। রাজ্য স্বাস্থ্য দপ্তরে সঙ্গে ইতিমধ্যেই এবিষয়ে আলোচনা করেছেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা । আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে ফেরা যাত্রীদের যাবতীয় তথ্য পৌরনিগমকে সরবরাহ করবে স্বাস্থ্য দপ্তর । বিদেশ ফেরত যাত্রীদের উপর নজরদারি চালাবে পৌরনিগম। কারোর শরীরে সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভরতি ও প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম।

ব্রিটেনে নতুন করে বৃদ্ধি পেয়েছে কোরোনা সংক্রমণের দাপট । সেই প্রদেশের স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে কোরোনা ভাইরাসের এই নতুন ঢেউ আগের তুলনায় 70 গুণ বেশি শক্তিশালী। তারপরই সংক্রমণ ঠেকাতে 31 ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷ যদিও ইতিমধ্যেই ব্রিটেন ফেরত 20 জন যাত্রীর শরীরে ভাইরাসের এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ এরপরই কলকাতায় বাড়তি নজরদারি চালাতে উদ্যোগ স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পৌরনিগমের ৷

উল্লেখ্য, কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত যেই যুবকের খোঁজ মিলেছিল তিনি লন্ডন থেকে ফিরেছিলেন ৷ ওই যুবক অক্সফোর্ড ইউনিভার্সিটির পড়ুয়া ৷ যুবকের রাজ্যে ফেরার পরই তাঁর পরিবারেও দেখা দেয় কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ তাই অতীতের কথা মাথায় রেখেই কলকাতা পৌরনিগমের এই উদ্যোগ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ৷

আরও পড়ুন :স্থগিত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা


যদিও এই যুক্তিকে আমল দিতে নারাজ রাজ্য প্রশাসনের একাংশ ৷ কলকাতা পৌরনিগমের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের দাবি, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে ঠান্ডা, সর্দি-কাশির প্রবণতা । আর এই মরশুমে কোরোনা ভাইরাসের সংক্রমণ সবথেকে বেশি বৃদ্ধি পায়। ব্রিটেনের নতুন স্ট্রেন রাজ্যে ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে বলে মত প্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান । তাই ইতিমধ্যেই যাঁরা বিদেশ থেকে ফিরেছেন তাঁদের তথ্য কলকাতা পৌরনিগমকে সরবরাহ করবে বলে সিদ্ধন্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷ নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম ৷ সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভরতি ও প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম।

আরও পড়ুন : অমৃতসর বিমানবন্দরে আটকে ব্রিটেন ফেরত যাত্রীরা, করাতে হবে কোরোনা পরীক্ষা


তিনি বলেন, "মানুষ যেহেতু কোরোনা ভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়েছে ৷ তাই অনেক ক্ষেত্রে শিথিলতা তৈরি হয়েছে বিধি-নিষেধ পালনের ক্ষেত্রে। তাই কোরোনাবিধি-নিষেধ পালনে সক্রিয় হতে হবে রাজ্যবাসীকে ।" ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তিনজন ওয়ার্ড কো-অর্ডিনেটরের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার খবর সামনে এসেছে ৷ তাঁদের শরীরে সর্দি-কাশির প্রভাব লক্ষ্য করা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details