কলকাতা, 23 ডিসেম্বর : নতুন স্ট্রেনের কোরোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে ব্রিটেনে ৷ লন্ডন থেকে কলকাতায় আসা 2 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের শরীরে নতুন স্ট্রেন রয়েছে কি না, তা দেখা হচ্ছে । এই পরিস্থিতিতে নড়ে বসল কলকাতা পৌরনিগম ৷ নতুন এই সংক্রমণ কলকাতায় ছড়িয়ে পরার আশঙ্কায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। মূলত ব্রিটেন থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারি রাখবে কলকাতা পৌরনিগম। রাজ্য স্বাস্থ্য দপ্তরে সঙ্গে ইতিমধ্যেই এবিষয়ে আলোচনা করেছেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা । আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশ থেকে ফেরা যাত্রীদের যাবতীয় তথ্য পৌরনিগমকে সরবরাহ করবে স্বাস্থ্য দপ্তর । বিদেশ ফেরত যাত্রীদের উপর নজরদারি চালাবে পৌরনিগম। কারোর শরীরে সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভরতি ও প্রয়োজনে আইসোলেশনের ব্যবস্থা করবে কলকাতা পৌরনিগম।
ব্রিটেনে নতুন করে বৃদ্ধি পেয়েছে কোরোনা সংক্রমণের দাপট । সেই প্রদেশের স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে কোরোনা ভাইরাসের এই নতুন ঢেউ আগের তুলনায় 70 গুণ বেশি শক্তিশালী। তারপরই সংক্রমণ ঠেকাতে 31 ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷ যদিও ইতিমধ্যেই ব্রিটেন ফেরত 20 জন যাত্রীর শরীরে ভাইরাসের এই নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ এরপরই কলকাতায় বাড়তি নজরদারি চালাতে উদ্যোগ স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পৌরনিগমের ৷
উল্লেখ্য, কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত যেই যুবকের খোঁজ মিলেছিল তিনি লন্ডন থেকে ফিরেছিলেন ৷ ওই যুবক অক্সফোর্ড ইউনিভার্সিটির পড়ুয়া ৷ যুবকের রাজ্যে ফেরার পরই তাঁর পরিবারেও দেখা দেয় কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ তাই অতীতের কথা মাথায় রেখেই কলকাতা পৌরনিগমের এই উদ্যোগ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ৷