কলকাতা, 3 জানুয়ারি : শুরু হল 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণ ৷ দক্ষিণ কলকাতার চেতলা গার্লস হাইস্কুলে এবং উত্তর কলকাতার টাউন স্কুলে এ দিন কোভিড টিকাকরণ শুরু হয়েছে ৷ চেতলা গার্লস হাইস্কুলে মেয়র ফিরহাদ হাকিম নিজে টিকাকরণের প্রক্রিয়ার তদারকি করেন (Covid Vaccination for children begins) ৷ পাশাপাশি আজ সকালে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়-সহ বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ (Covid Vaccination begins for children aged 15-18 years) শুরু হয়েছে ৷
এ দিন পড়ুয়ারা নিজেদের পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্কুলগুলিতে স্কুল ইউনিফর্মে হাজির হয় ৷ প্রথমে নাম নথিভুক্ত করানো হয় ৷ এর পর নির্ধারিত কক্ষে টিকার জন্য পাঠানো হয় ৷ প্রাপ্তবয়স্কদের মতো, বাচ্চাদের টিকার ডোজ দেওয়ার পর পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ নিয়ম মেনেই পড়ুয়াদের উপর নজর রাখা হচ্ছে সেখানে ৷