পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভ্যাকসিন নিলে ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদ

শহর অনুযায়ী ফিক্সড ডিপোজিটে ইউকো ব্যাঙ্ক 30 বেসিক পয়েন্ট বা 0.30 শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ৷ যদিও সেটি 999দিনের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য ৷ তবে এই অফারের জন্য অবশ্যই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতে হবে ৷

ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদ
ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত সুদ

By

Published : Jun 8, 2021, 1:47 PM IST

কলকাতা, 8 জুন : আপনার কি ভ্যাকসিনেশন হয়েছে? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ ৷ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করুন, পাবেন অতিরিক্ত সুদ ৷ তবে অফারটি সীমিত সময়ের জন্য ৷ কোভিড ভ্যাকসিনকে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ৷

শহর অনুযায়ী ফিক্সড ডিপোজিটে ইউকো ব্যাঙ্ক (UCO Bank) 30 বেসিক পয়েন্ট বা 0.30 শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ৷ যদিও সেটি 999দিনের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য ৷ তবে এই অফারের জন্য অবশ্যই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতে হবে ৷

এক ব্যাঙ্ক আধিকারিক বলেন, ‘‘আমরা ভ্যাকসিনেশন ড্রাইভকে উৎসাহ দিতে ক্ষুদ্র পদক্ষেপ করেছি ৷ আমরা UCOVAXI-999-র অফার দিচ্ছি ৷ যদিও এটি সীমিত সময়ের জন্য ৷ অফারটি 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য ৷’’

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সম্প্রতি ইমিউনি ইন্ডিয়া ডিপোজিট স্কিম লঞ্চ করেছে ৷ যাতে ফিক্সড ডিপোজিটে 25 বেসিক পয়েন্ট বেশি দেওয়া হচ্ছে ৷ তবে এটিও একমাত্র যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের জন্য ৷

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

সোমবার প্রকাশ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কোভিড-19 ভ্যাকসিনের মোট 23.59 কোটি ডোজ় ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details