কলকাতা, 8 জুন : আপনার কি ভ্যাকসিনেশন হয়েছে? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ ৷ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করুন, পাবেন অতিরিক্ত সুদ ৷ তবে অফারটি সীমিত সময়ের জন্য ৷ কোভিড ভ্যাকসিনকে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ৷
শহর অনুযায়ী ফিক্সড ডিপোজিটে ইউকো ব্যাঙ্ক (UCO Bank) 30 বেসিক পয়েন্ট বা 0.30 শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ৷ যদিও সেটি 999দিনের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য ৷ তবে এই অফারের জন্য অবশ্যই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিতে হবে ৷
এক ব্যাঙ্ক আধিকারিক বলেন, ‘‘আমরা ভ্যাকসিনেশন ড্রাইভকে উৎসাহ দিতে ক্ষুদ্র পদক্ষেপ করেছি ৷ আমরা UCOVAXI-999-র অফার দিচ্ছি ৷ যদিও এটি সীমিত সময়ের জন্য ৷ অফারটি 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য ৷’’