কলকাতা, 9 জানুয়ারি : করোনাবিধি মেনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ৷ দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরে ৷ তবে এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বিভিন্ন জায়গায় অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করেছে কলকাতা পৌরনিগম (Covid Test Camp) ৷
বাবুঘাটে দুটি অস্থায়ী করোনা কেন্দ্রের পাশাপাশি শিয়ালদা স্টেশনেও একটি করোনা পরীক্ষা কেন্দ্র করেছে কলকাতা পৌরনিগম (Covid Testing Camp at Sealdah Station) । ভিন রাজ্য থেকে বহু মানুষ দূরপাল্লার গাড়িতে নেমে এখান থেকে বাসে করে বাবুঘাটের অস্থায়ী শিবিরে যান । দূরপাল্লার ট্রেন যাত্রীদেরও যাতে করোনা পরীক্ষা করে মেলায় পাঠানো যায় সে কারণে শিয়ালদাতেও একটি অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ আগামী 13 জানুয়ারি পর্যন্ত এই অস্থায়ী শিবিরগুলি থেকে পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷