পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Testing Camp : সাগরমেলার পুণ্যার্থীদের জন্য শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা শিবির - Covid Test Camp

বাবুঘাটের পর এবার শিয়ালদা স্টেশনে শুরু হল করোনা পরীক্ষা কেন্দ্র (Covid Testing Camp at Sealdah Station) ৷ দূরপাল্লার ট্রেনে আগত পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করাতেই কলকাতা পৌরনিগমের উদ্যোগে এই অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে বলে জানা গিয়েছে ৷

kolkata
শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা কেন্দ্র

By

Published : Jan 9, 2022, 3:43 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : করোনাবিধি মেনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ৷ দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরে ৷ তবে এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বিভিন্ন জায়গায় অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করেছে কলকাতা পৌরনিগম (Covid Test Camp) ৷

বাবুঘাটে দুটি অস্থায়ী করোনা কেন্দ্রের পাশাপাশি শিয়ালদা স্টেশনেও একটি করোনা পরীক্ষা কেন্দ্র করেছে কলকাতা পৌরনিগম (Covid Testing Camp at Sealdah Station) । ভিন রাজ্য থেকে বহু মানুষ দূরপাল্লার গাড়িতে নেমে এখান থেকে বাসে করে বাবুঘাটের অস্থায়ী শিবিরে যান । দূরপাল্লার ট্রেন যাত্রীদেরও যাতে করোনা পরীক্ষা করে মেলায় পাঠানো যায় সে কারণে শিয়ালদাতেও একটি অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ আগামী 13 জানুয়ারি পর্যন্ত এই অস্থায়ী শিবিরগুলি থেকে পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ৷

শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা কেন্দ্র

বাবুঘাটের শিবিরে করোনা পরীক্ষা করার পর ইতিমধ্যেই বেশ কয়েকজন পুণ্যার্থী করোনা আক্রান্ত হয়েছেন । তাঁদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে সেফ হোমে । শিয়ালদহ স্টেশনের ক্যাম্পেও বেশ কিছুজনের পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং তাঁদেরও সেফ হোমে পাঠানো হয়েছে ।

কিন্তু ধীরে ধীরে পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকলে কি এই অস্থায়ী শিবিরের মাধ্যমে অত বিপুল সংখ্যক মানুষের করোনা পরীক্ষা সম্ভব ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন :Covid Scare at Gangasagar : মেলা শুরু হতেই গঙ্গাসাগরে করোনার থাবা, আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

ABOUT THE AUTHOR

...view details