পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলবে মেট্রো, চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনের ; 30 জুলাই পর্যন্ত বিধিনিষেধ

30 জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধ বেড়েছে ৷ আজ নবান্ন থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে ৷

covid restriction
covid restriction

By

Published : Jul 14, 2021, 5:38 PM IST

Updated : Jul 14, 2021, 6:19 PM IST

কলকাতা, 14 জুলাই : ফের রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ 30 জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধ বেড়েছে ৷ আজ নবান্ন থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে ৷ নতুন নির্দেশিকায় বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হয়েছে ৷ সপ্তাহে পাঁচদিন মেট্রো সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু গড়াচ্ছে না লোকাল ট্রেনের চাকা ৷ অন্তত 30 জুলাই পর্যন্ত শহরতলির রেল পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই ৷

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ফের শুরু হবে মেট্রো সার্ভিস ৷ সপ্তাহে পাঁচদিন চলবে মেট্রো ৷ শনিবার ও রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ৷ নিয়মতিভাব স্যানিটাইজ করা হবে মেট্রো ৷ যাত্রীদের মাস্ক পরা ও করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ৷ সিনেমা হল, স্পা ও সুইমিং পুল আগের মতোই বন্ধ থাকবে ৷ তবে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাঁতারুদের জন্য খুলে দেওয়া হবে পুল ৷ সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত খেলা থাকবে পুল ৷

আরও পড়ুন : রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনার সম্ভাবনা

50 শতাংশ কর্মী নিয়ে খুলে যাচ্ছে শপিং মল ৷ মলগুলিতে রেস্তরাঁ এবং বার খোলা থাকবে ৷ তবে রাত আটটার বেশি নয় ৷ সরকারি অফিসগুলিতে 25 শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে ৷ বেসরকারি অফিসগুলিতে 50 শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে ৷ প্রাতঃভ্রমণের জন্য খোলা থাকবে পার্ক ৷ সময় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ৷ তবে ভ্যাকসিন যারা নিয়েছে তাদেরই একমাত্র ছাড় পাবেন ৷ সকাল 6টা থেকে 10 টা এবং বিকেল 4টে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে জিম ৷

Last Updated : Jul 14, 2021, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details